নয়াদিল্লি: এলাহবাদ হাই কোর্ট ল’ ক্লার্ক (ট্রেনি ) পদে লোক নিচ্ছে ৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ৩ বছরের ডিগ্রি বা, আইনের ৫বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্সে পাশরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন৷
আইনের ফাইনাল বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ তবে তাঁদের বেলায় সেপ্টেম্বরে ইন্টারভিউয়ের সময় আইনের ডিগ্রি কোর্স পাশের মার্কশীট দেখাতে হবে ৷কম্পিউটারের ডাটা এন্ট্রি ,ওয়াক প্রশেসিং ও কম্পিউটার পরিচালনার কাজে জ্ঞান থাকতে হবে৷ বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ২১ বছর থেকে ২৬বছরের মধ্যে৷ পারিশ্রমিক মাসে ১৫,০০০ টাকা৷ শুরুতে ১বছরের ট্রেনিং ৷ শূন্যপদ–৯৪ টি ৷ বিঞ্জপ্তি নং– Advt No .01/Law Clerk (Trainee)/21 .
প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ৷ ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে, এলাহবাদে ৷ দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.allahabadhighcourt.in তখন পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন –(১) বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশীট ও সার্টিফিকেটের প্রত্যায়িত নকল (২) কম্পিউটার সার্টিফিকেট জেরক্স (৩) নিজের নাম ঠিকানা লেখা ও ৪০ টাকার ডাকটিকিট সাঁটা ৫-১০ সেমি মাপের দুটি খাম (৪) এখনকার তোলা ও নিজের সইকরা আর গেজেটেড অফিসারের সই করা ফটো ৷(৫) ৩০০টাকার ব্যাঙ্ক ড্রাফট ৷ Registrar General, High Court of Judicature at Allahabad .দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন Application for the post of Law Clerk (Trainee) দরখাস্ত পাঠাবেন রেজ্রিস্ট্রি ডাকে , স্পীড ডাকে,বা.কুরিয়ারে ২৮ শে আগস্টের মধ্যে ৷ এই ঠিকানায় –The Registrar General, High Court of Judicature at Allahabad ৷