শিল্প উন্নয়ন ব্যাঙ্কে ৯২০টি শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ

শিল্প উন্নয়ন ব্যাঙ্কে ৯২০টি শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ

কলকাতা:  ইন্ডাস্টিয়াল ডেভলমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আই.ডি. বি. আই.) এক্সিউটিভ পদে ৯২০ জন ছেলেমেয়ে নিচ্ছে৷ মোট অন্তত ৫৫ শতাংশ ( তপসিলি, প্রতিবন্ধী হলে ৫০শতাংশ ) নম্বর পেয়ে যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন যোগ্য ৷ বয়স ১-৭-২০২১ র হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে অথাং জন্ম তারিখ ২-৭-৯৬ থেকে ১-৭-২০২১ এর মধ্যে৷ তপসিলিরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন৷

শুরুতে চাকরি হবে ১ বছরের চুক্তিতে ৷ এরপর চুক্তির মেয়াদ আরো ২ বছর বাড়াতে পারে ৷ মাইনে প্রথম বছর মাসে ২৯,০০০ টাকা ৷ দ্বিতীয় বছর ৩১,০০০ ৷ তৃতীয় বছর মাসে ৩৪,০০০ টাকা ৷  শূন্যপদ — ৯২০ টি ৷ (জেনা–৩৭৩, ও.বি.সি-২৪৮, তপ,জাতি- ১৩৮,তপ,উপ,জাতি- ৬৯টি, ই.ডব্ল.এস.৯২, দৃষ্ঠিহীন প্রতিবন্ধী ৯, অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ৯, অনান্য-৯ ) ৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে ,৫ই সেপ্টেম্বর ৷ কলকাতা, ভুবনেশ্বর,রাঁচী,পটনা,ও গুয়াহাটিতে ৷ দরখাস্ত করবেন অনলাইনে ১৮ ই আগস্টের মধ্যে ৷ এই ওয়েবসাইটে : www.idbi.com ও www.idbibank.com  অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ্য ই-মেল অই ডি থাকতে হবে ৷ এছাড়া পাশফোর্ট মাপের ফটো (২০-৫০ কে.বি.মধ্যে) ও সিগনেচার (১০-২০ কে.বি মধ্যে )স্ক্যান করে নেবেন৷

এছাড়াও নিচের প্যারাগ্রাফ সাদা কাগজে লিখে স্ক্যান করতে হবে : I____________ (Name of the candidate). here by declare that all the information from is correct, true and valid. I will present the supporiting documents as and whenrequired .  প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশান হয়ে যাবে ৷ এবার ফটো ও সিগনেচার আপলোড করবেন ৷ তারপর অনলাইনে ফি বাবদ ১০০০ টাকা ( তপসিলি,প্রতিবন্ধী হলে ২০০টাকা ) দিতে হবে৷ তারপর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন ৷ আরো তথ্য পাবেন ওই ওয়েবসাইটে  ৷ সিস্টেম জেনারেটেড ফর্ম,বয়স, শিক্ষাগত-যোগ্যতা, ও কাস্ট সার্টিফিকেট,ইত্যাদি নিজের কাছে রেখে দেবেন ৷ ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =