২৫৩২ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ!

২৫৩২ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ!

 

ভারতীয় রেলে কয়েক হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল RRC/CR/AA/2020 বিজ্ঞপ্তির মাধ্যমে। এবার মধ্য রেলের একাধিক পদে ২৫৩২ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এবার দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

(১) মোট শূন্যপদ ২৫৩২ টি।

(২) পদ:- এই বিজ্ঞপ্তিতে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার(জেলারেল), টেলার(জেনারেল), ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, ল্যাবরেটরি এসিস্টেন্ট, মেশিনিস্ট, সিট মেটাল ওয়ার্কার, রেফ্রিজারেটর এবং এসি মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, টার্নার ও প্লাম্বার পদে নিয়োগ করবে মধ্যরেল।

(৩) শিক্ষাগত যোগ্যতা:- উপরে উল্লিখিত সমস্ত পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর (তফসিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করলেই হবে) পেয়ে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা প্রার্থীরা যদি এনটিভিসি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।

(৪) বয়স:- আবেদনকারীর বয়স ০১.০১.২০২১-এর মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে। এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতিরা ৫ বছর, ওবিসি’রা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

(৫) এই সমস্ত পদে নির্দিষ্ঠ নিয়মানুযায়ী ট্রেনিং হবে এবং প্রার্থীরা এই সময় নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন। এক্ষেত্রে হোস্টেলের সুবিধা নেই।

(৬) ট্রেনিং শেষে এই অ্যাপ্রেন্টিস পদের চাকরী পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

(৭) প্রার্থী বাছাই পদ্ধতি:- মাধ্যমিক পরীক্ষার নম্বর ও আইটি আই’এর সার্টিফিকেট দেখে এই পদে মোট আবেদনকারীর ১.২৫ গুন প্রার্থীকে ডাকা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায়। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবেনা। বেশি যোগ্যতাবান প্রার্থীরা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না।

(৮) আবেদন পদ্ধতি:- অনলাইন মাধ্যমে www.rrccr.com ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে আগামী ৫ মার্চের মধ্যে। এই আবেদনের ক্ষেত্রে সমস্ত নথি, ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা(তফসিলি ও মহিলা প্রার্থীদের কোনোরূপ ফি লাগবে না)। এই আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *