১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

জম্মু ও কাশ্মীর: জম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে জেকেপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আবেদন প্রক্রিয়া ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত৷

শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে৷

শূন্যপদের বিস্তারিত বিবরণ
ম্যাথম্যাটিকস: ৫
বায়ো-কেমেস্ট্রি: ২ 
স্যাটিস্টিক্স: ১
এনভায়রমেন্টাল সায়েন্স: ১৫
ইলেকট্রনিক্স: ৩
কম্পিউটার অ্যাপ্লিকেশন/ বিসিএ/ এমসিএ: ১
বিবিএ/এমবিএ এবং ম্যানেজমেন্ট: ৫টি পদ
ইনফরমেশন এবং টেকনোলজি: ৭
জিওগ্রাফি: ৮
এডুকেশন: ৬
হিন্দি: ১২
পলিটিক্যাল সায়েন্স: ২৩
ইকোনমিক্স: ১৪
হিস্ট্রি: ১০
ফিলোজফি: ৫
স্যোশিওলজি: ২৬
ইসলামিক স্টাডিজ: ৫
উর্দু/ লিটারেচার: ১৫
কমার্স: ৩
সেরিকালচার: ১
ট্যুর এবং ট্র্যাভেল: ২
ইন্ডাস্ট্রিয়াল কেমেস্ট্রি: ১
বায়ো-ইনফরম্যাটিক্স: ৩

বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর৷ প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৮১ এর আগে হলে হবে না।
আরবিএ, এসসি, এসটি, ইডব্লিউএস, এএলসি, আইবি, পিএসপি এবং ওএসসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৩ বছর৷ প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৭৮ এর আগে হলে হবে না। এছাড়া পিএইচসি ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 11 =