পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে ১৪টি পদে নিয়োগ

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে ১৪টি পদে নিয়োগ

নয়াদিল্লি: পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ ১৪টি পদে নিয়োগ করা হবে৷ অফিসার গ্রেড ‘এ’ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)-এর জন্য- জেনারেল , অ্যাকচুরিয়াল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি, অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ (রাজভাষা), রিসার্চ (ইকোনমিকস), রিসার্চ (স্ট্যাটিসস্টিকস) পদে নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পেনশন ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। ১৩ অগাস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ইচ্ছুক ও যোগ্য  চাকরিপ্রার্থীদের আবেদন করতে https://www.pfrda.org.in সাইটে গিয়ে৷ আবেদনপত্র পূরণের পর রেজিস্ট্রেশন স্লিপ পাবেন তাঁরা৷
 

শূন্যপদ
জেনারেল-৫ 
অ্যাকচুরিয়াল-২ 
ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-২
ইনফরমেশন টেকনোলজি-২ 
অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ(রাজভাষা)-১ 
রিসার্চ (ইকোনমিকস)-১ 
রিসার্চ (স্ট্যাটিসস্টিকস)-১ 

 

শিক্ষাগত যোগ্যতা

অফিসার গ্রেড ‘এ’ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা মাস্টার ডিগ্রি সম্পন্ন হতে হবে। বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যাতা সম্পন্ন প্রার্থী চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে৷
 

বয়স 
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩১ জুলাই ২০২১ সালের মধ্যে ৩০ বছর হতে হবে। আবেদনকারীর জন্মের তারিখ ১৯৯১ সালের পয়লা অগস্ট বা তার পরে হতে হবে।

 

বাছাই প্রক্রিয়া
তিনটি পর্যায়ে প্রার্থী বাছাই করা হবে৷ প্রথমে অনলাইন স্ক্রিনিং হবে, এতে ১০০ নম্বরের দু’টো পত্রের পরীক্ষা হবে। দ্বিতীয় ক্ষেত্রেও একই ধরনের পরীক্ষা হবে। সেখানে প্রার্থীকে ১০০ নম্বরের দু’টো পত্রের পরীক্ষা দিতে হবে। তৃতীয় পর্যায়ে প্রার্থীকে ইন্টারভিউয় দিতে হবে। এর জন্য দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে https://www.pfrda.org.in ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =