পানাজি: জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য সম্প্রতি গোয়া স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এক বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত প্রার্থীরা জিএসপিসিবির অফিসিয়াল ওয়েবসাইট goa.gov.in এ গিয়ে দেখতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে৷ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার শেষ দিন আগামী ৮ অক্টোবর, ২০২১। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে।
শূন্যপদ
মোট ৭টি শূন্যপদ রয়েছে।
শূন্যপদের বিবরণ
জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ৫টি
জুনিয়র স্টেনোগ্রাফার: ১টি
নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ১টি
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা স্কিল টেস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে। পরীক্ষায় সাধারণ জ্ঞান, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে৷ যার জন্য সময় দেওয়া হবে ২ ঘন্টা৷
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে জিএসপিসিবির অফিসিয়াল ওয়েবসাইট goa.gov.in গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তার পর ওই আবেদনপত্রের একটি হার্ড কপি প্রয়োজনীয় নথি সহ চেয়ারম্যান, গোয়া স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এনআর. পিলার্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সালিগাও সেমিনারির বিপরীতে, সালিগাও, বারডেজ, গোয়া-৪০৩৫১১ ঠিকানায় পাঠাতে হবে৷