প্রশিক্ষণ দিয়ে IDBI ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

কলকাতা: বাঙ্কিং ও ফিনান্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে ৬০০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে আই ডি বি আই ব্যাঙ্ক। ১ বছর বছর মেয়াদের স্নাকোত্তর ডিপ্লোমা কোর্সটি বাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে করাবে বেঙ্গালুরুর মনিপাল স্কুল অফ বাঙ্কিং। কোর্সের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আই ডি বি আই বাঙ্কের কোনও শাখায় ৩ মাসের ইন্টার্নশিপ করতে হবে। সফলভাবে কোর্স

প্রশিক্ষণ দিয়ে IDBI ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

কলকাতা:  বাঙ্কিং ও ফিনান্সের  পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে ৬০০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে আই ডি বি আই ব্যাঙ্ক। ১ বছর বছর মেয়াদের স্নাকোত্তর ডিপ্লোমা কোর্সটি বাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে করাবে বেঙ্গালুরুর মনিপাল স্কুল অফ বাঙ্কিং। কোর্সের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আই ডি বি আই বাঙ্কের কোনও শাখায় ৩ মাসের ইন্টার্নশিপ করতে হবে। সফলভাবে কোর্স শেষে প্রবেশন ১ বছরের। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 2/2019-20 ।

শূন্যপদের বিবরন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোট শূন্যপদ ৬০০ টি (সাধারন ২৭৩, তপসিলি জাতি ৯০, তপসিলি উপজাতি ৪৫, ও বি সি ১৬২, আর্থিকভাবে অনগ্রসর ৩০)।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় গ্র্যাজুয়েট। বয়স: ১.৬.২০১৯ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে। তপসিলিরা ৫, ওবিসিরা ৩ ও দৈহিক প্রতিবন্ধিরা ১০ বছরের ছাড় পাবেন। ফাইনাল ইয়ারের প্রার্থীরা শর্তসাপেক্ষ আবেদনের যোগ্য। সেক্ষেত্রে ১ জুনের মধ্যে পরীক্ষায় পাশ করতে হবে।

কোর্স ফী: থাকার খরচ সহ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আই ডি বি আই ব্যাঙ্ক থেকেই শিক্ষাঋণ পাওয়া যাবে। প্রথমে ৯ মাসের ট্রেনিং দেওয়া হবেমনিপাল স্কুল অফ বাঙ্কিংয়ে। তখন স্টাইপেন্ড প্রতি মাসে ২,৫০০ টাকা। এরপর ইন্টার্নশিপ চলাকালিন স্টাইপেন্ড প্রতি মাসে ১০,০০০ টাকা।

প্রশিক্ষণ দিয়ে IDBI ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগবেতনক্রম: ২৩,৭০০-৪২,০২০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষা এবং ইন্টার্ভিউয়ের মাধ্যমে। সময় ২ ঘণ্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মারকিং হবে।

পশ্চিমবঙ্গের পরিক্ষাকেন্দ্রগুলি হল: বৃহত্তর কলকাতা, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর এবং শিলিগুড়ি। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ জুলাই।

তপসিলি এবং ও বি সি প্রার্থীদের নিখরচায় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। কোলকাতাতেও প্রশিক্ষণের বাবস্থা থাকবে। প্রশিক্ষণে আগ্রহীরা অনলাইন দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রশিক্ষণ নেওয়ার কথা জানাবেন। প্রশিক্ষণ আয়জিত হবে ১৩ থেকে ১৮ জুলাই।

আবেদন করার পদ্ধতি: অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে  www.idbibank.in প্রার্থীর চালু একটি ইমেল আইডি থাকতে হবে। ৩ জুলাই পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেগুলিকে টুকে রাখবেন। ইন্টিমেশন চার্জ ও ফী বাবদ দিতে হবে ৭০০ টাকা। তপসিলি ও দৈহিক প্রতিবন্ধিদের শুধু ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ১৫০ টাকা। ফী দিতে হবে অনলাইনে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *