নয়াদিল্লি: রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডে বিভিন্ন পদে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য কর্মী নিয়োগ করতে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদনপত্র জমা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rcfltd.com/ গিয়ে প্রার্থীদের দেখতে হবে৷ অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের ৭ অগস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
শূন্যপদ:
মোট পদের সংখ্যা ১০৪টি।
শূন্যপদের বিবরণ:
রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ ট্রেনি: ১০টি পদ
এওসিপি ট্রেনি: ৬০টি পদ
অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ট্রেনি: ১০টি পদ
মেডিক্যাল ল্যাব ট্রেনি (প্যাথোলজি): ৫টি পদ
ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল): ৫টি পদ
ডিপ্লোমা (কেমিক্যাল): ৪টি পদ
ডিপ্লোমা (কম্পিউটার): ৫টি পদ
ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল): ৫টি পদ
অ্যাপ্রেন্টিস পদের জন্য মাসিক বৃত্তি:
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের মাসিক ৭০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
টেকনেশিয়ান অ্যাপ্রেন্টিস, বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থী এবং ফরম্যাল কোর্সের অ্যাপ্রেন্টিস প্রার্থীদের মাসিক ৮০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে৷
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে www.rcfltd.com এ গিয়ে রিক্রুটমেন্ট ট্যাব এবং এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ২০২১ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্রটি পূরণ করতে হবে৷ সেখানে নিজেদের সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে। আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারেন৷ রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং এই বিষয়ে আরও বিশদে জানতে https://www.rcfltd.com এ গিয়ে প্রার্থীরা বিজ্ঞপ্তি দেখতে পারবেন।