নয়াদিল্লি: ভারতীয় রেলে ১,০৩,৭৬৯ জন গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: আরআরসি-০১/২০১৯। লেভেল ওয়ান ক্যাটেগরির ওই পদগুলির জন্য আবেদন শুরু হয়েছে, জানানো হল অন্যান্য বিস্তারিত তথ্যও। অনলাইন আবেদন করা যাবে ১২ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত। যে কোনো একটি রেলে আবেদন করা যাবে।
পদের নাম, দপ্তর ও প্রয়োজনীয় মেডিকেল স্ট্যান্ডার্ড: ক্যাটেগরি ওয়ান: অ্যাসিস্ট্যান্ট-ওয়ার্কশপ (মেকানিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে সি১। ক্যাটেগরি নম্বর ২: অ্যাসিস্ট্যান্ট ব্রিজ (ইঞ্জিনিয়ারিং), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটগেরি নম্বর ৩: অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডব্লু (মেকানিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ৪: অ্যাসিস্ট্যান্ট ডিপো-স্টোর (স্টোরস), মেডিকেল স্ট্যান্ডার্ড সি১। ক্যাটগেরি নম্বর ৫: অ্যাসিস্ট্যান্ট লোকোশেড-ডিজেল (মেকানিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ৬: অ্যাসিস্ট্যান্ট লোকোশেড (ইলেক্ট্রিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ৭: অ্যাসিস্ট্যান্ট অপারেশন-ইলেক্ট্রিক্যাল (ইলেক্ট্রিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি২। ক্যাটেগরি নম্বর ৮: অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান (ট্রাফিক), মেডিকেল স্ট্যান্ডার্ড এ২। ক্যাটেগরি নম্বর ৯: অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম (এসঅ্যান্ডটি), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ১০: অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন (ইঞ্জিনিয়ারিং), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ১১: অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি (ইলেক্ট্রিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ১২: অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি- ওয়ার্কশপ (ইলেক্ট্রিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড সি১। ক্যাটেগরি নম্বর ১৩: অ্যাসিস্ট্যান্ট টিআরডি (ইলেক্ট্রিক্যাল), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ১৪: অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস (ইঞ্জিনিয়ারিং), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১। ক্যাটেগরি নম্বর ১৫: অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস-ওয়ার্কশপ (ইঞ্জিনিয়ারিং), মেডিকেল স্ট্যান্ডার্ড সি১। ক্যাটেগরি নম্বর ১৬: হসপিটাল অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল), মেডিকেল স্ট্যান্ডার্ড সি১। ক্যাটেগরি নম্বর ১৭: ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর (ইঞ্জিনিয়ারিং), মেডিকেল স্ট্যান্ডার্ড বি১।
বয়সসীমা: ১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৮৬-১ জুলাই ২০০১ সালের মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ বা এনসিভিটি/ এসসিভিটির আইটিআই বা এনসিভিটির ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা সমতুল। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১২ এপ্রিল ২০১৯ তারিখের মধ্যে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে জেনারেল সায়েন্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ম্যাথমেটিক্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (২০টি প্রশ্ন, ২০ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। কোয়ালিফাইং মার্কস ৪০। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি (নন ক্রিমি লেয়ার)-দের ক্ষেত্রে ৩০ শতাংশ। ইংরেজি ভাষাতে পরীক্ষা তো দেওয়া যাবেই এছাড়া বাংলা, অসমিয়া, গুজরাটি, হিন্দি, কন্নড়, কোঙ্কনি, মালায়ালম, মণিপুরী, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দুতেও পরীক্ষা দেওয়া যাবে, যে-কোনো একটি ভাষায়। পরীক্ষার দিন সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে (ভোটার কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট/ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র যাঁরা এখনও পড়াশোনা করছেন)। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে পারবেন। ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের ৩৫ কেজি ওজন নিয়ে ২ মিনিটে ১০০ মিটার যেতে হবে (ভার নামানো যাবে না) এবং ৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়তে হবে।
মহিলা প্রার্থীদের ২ মিনিটে ২০০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার যেতে হবে (ভার নামানো যাবে না) এবং ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়তে হবে। সবশেষে নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষা।
শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: সেন্ট্রাল রেলওয়ে: ৯৩৪৫ (অসংরক্ষিত ৩৫৯৭, তপশিলি জাতি ১৩৯৮, তপশিলি উপজাতি ৭৫৯, ওবিসি ২৬৫৬, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক দিয়ে দুর্বলতর শ্রেণি ৯৩৫)। এইসবের মধ্যে ১৮৭০টি প্রাক্তন সেনাকর্মী, ১৮৭০ সিসিএএ (কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসেস অর্থাৎ যাঁরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন) ও ৪৪৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ২: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: ৩৫৬৩ (অসংরক্ষিত ১৩৬৯, তপশিলি জাতি ৫৫৫, তপশিলি উপজাতি ৩২৫, ওবিসি ৯৫৬, ইডব্লুএস ৩৫৮)। এইসবের মধ্যে ৭১৩টি প্রাক্তন সেনাকর্মী, ৭১৩ সিসিএএ ও ১৬৬টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৩: ইস্ট কোস্ট রেলওয়ে: ২৫৫৫ (অসংরক্ষিত ১০৩৪, তপশিলি জাতি ৪১২, তপশিলি উপজাতি ১৯৮, ওবিসি ৬৫৩, ইডব্লুএস ২৫৮)। এইসবের মধ্যে ৫১০টি প্রাক্তন সেনাকর্মী, ৫১০ সিসিএএ ও ১০৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৪: ইস্টার্ন রেলওয়ে, সিএলডব্লু অ্যান্ড মেট্রো: ১০৮৭৩ (অসংরক্ষিত ৪৯২৬, তপশিলি জাতি ১৪৬১, তপশিলি উপজাতি ৭৭৫, ওবিসি ২৬১৯, ইডব্লুএস ১০৮৭)। এইসবের মধ্যে ২১৭৫টি প্রাক্তন সেনাকর্মী, ২১৭৫ সিসিএএ ও ৫৮৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৫: নর্থ সেন্ট্রাল রেলওয়ে অ্যান্ড ডিএলডব্লু: ৪৭৩০ (অসংরক্ষিত ২০৮০, তপশিলি জাতি ৬৭৮, তপশিলি উপজাতি ৩১৭, ওবিসি ১১৭৫, ইডব্লুএস ৪৭৪)। এইসবের মধ্যে ৯৪৮টি প্রাক্তন সেনাকর্মী, ৯৪৮ সিসিএএ ও ১৪৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৬: নর্থ ইস্টার্ন রেলওয়ে, এমসিএফ অ্যান্ড আরডিএসও: ৪০০২ (অসংরক্ষিত ১৫৭০, তপশিলি জাতি ৬১৫, তপশিলি উপজাতি ৩০৭, ওবিসি ১১০৭, ইডব্লুএস ৪০৩)। এইসবের মধ্যে ৮০২টি প্রাক্তন সেনাকর্মী, ৮০২ সিসিএএ ও ১৫৭টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৭: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে: ৫২৪৯ (অসংরক্ষিত ২১৩২, তপশিলি জাতি ৮১৪, তপশিলি উপজাতি ৩৮৪, ওবিসি ১৩৯৩, ইডব্লুএস ৫২৬)। এইসবের মধ্যে ১০৪৯টি প্রাক্তন সেনাকর্মী, ১০৪৯ সিসিএএ ও ৩২৪টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৮: নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে: ২৮৯৪ (অসংরক্ষিত ১১১৯, তপশিলি জাতি ৪৪৯, তপশিলি উপজাতি ২২৬, ওবিসি ৮০৯, ইডব্লুএস ২৯১)। এইসবের মধ্যে ৫৭৫টি প্রাক্তন সেনাকর্মী, ৫৭৫ সিসিএএ ও ১৪৪টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৯: নর্দার্ন রেলওয়ে, ডিএমডব্লু অ্যান্ড আরসিএফ: ১৩১৫৩ (অসংরক্ষিত ৫১৪৪, তপশিলি জাতি ২০১৭, তপশিলি উপজাতি ১০৩১, ওবিসি ৩৬৪৪, ইডব্লুএস ১৩১৭)। এইসবের মধ্যে ২৬৩০টি প্রাক্তন সেনাকর্মী, ২৬৩০ সিসিএএ ও ৬২৬টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১০: সাউথ সেন্ট্রাল রেলওয়ে: ৯৩২৮ (অসংরক্ষিত ৩৬৬৩, তপশিলি জাতি ১৪৩২, তপশিলি উপজাতি ৭২২, ওবিসি ২৫৭৭, ইডব্লুএস ৯৩৪)। এইসবের মধ্যে ১৮৬৭টি প্রাক্তন সেনাকর্মী, ১৮৬৭ সিসিএএ ও ১২৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১১: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: ১৬৬৪ (অসংরক্ষিত ৭৯৭, তপশিলি জাতি ২১৯, তপশিলি উপজাতি ১১৫, ওবিসি ৩৬৬, ইডব্লুএস ১৬৭)। এইসবের মধ্যে ৩৩৩টি প্রাক্তন সেনাকর্মী, ৩৩৩ সিসিএএ ও ৮৪টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১২: সাউথ ইস্টার্ন রেলওয়ে: ৪৯১৪ (অসংরক্ষিত ১৯৩৩, তপশিলি জাতি ৭৩৮, তপশিলি উপজাতি ৩৬১, ওবিসি ১৩০৫, ইডব্লুএস ৪৮২)। এইসবের মধ্যে ৯৬৫টি প্রাক্তন সেনাকর্মী, ৯৬৫ সিসিএএ ও ২১৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১৩: সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে অ্যান্ড আরডব্লুএফ: ৭১৬৭ (অসংরক্ষিত ২৭৪৫, তপশিলি জাতি ১১৩৮, তপশিলি উপজাতি ৫৫৭, ওবিসি ২০০৬, ইডব্লুএস ৭১৫)। এইসবের মধ্যে ১৪৩৩টি প্রাক্তন সেনাকর্মী, ১৪৩৩ সিসিএএ ও ১৯৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১৪: সাউথ রেলওয়ে অ্যান্ড আইসিএফ: ৯৫৭৯ (অসংরক্ষিত ৪৩৬৩, তপশিলি জাতি ১৩৫৩, তপশিলি উপজাতি ৭৮৭, ওবিসি ২১১৮, ইডব্লুএস ৯৫৮)। এইসবের মধ্যে ১৯১৪টি প্রাক্তন সেনাকর্মী, ১৯১৪ সিসিএএ ও ২২২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১৫: ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে: ৪০১৯ (অসংরক্ষিত ১৫৯৬, তপশিলি জাতি ৬৩৩, তপশিলি উপজাতি ৩০৮, ওবিসি ১০৮০, ইডব্লুএস ৪০২)। এইসবের মধ্যে ৮০৪টি প্রাক্তন সেনাকর্মী, ৮০৪ সিসিএএ ও ২২৬টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ১৬: ওয়েস্টার্ন রেলওয়ে: ১০৭৩৪ (অসংরক্ষিত ৪২৮৭, তপশিলি জাতি ১৬৪৭, তপশিলি উপজাতি ৮১২, ওবিসি ২৯১৪, ইডব্লুএস ১০৭৪)। এইসবের মধ্যে ২১৪৬টি প্রাক্তন সেনাকর্মী, ২১৪৬ সিসিএএ ও ৫৫৬টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
পরীক্ষার ফি: ৫০০ টাকা, তবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে এর থেকে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ কেটে) ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ট্র্যান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। তাঁরা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া হবে। অফলাইনে এসবিআই চালান বা পোস্ট অফিসে চালানের মাধ্যমে।
আবেদনের পদ্ধতি: ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, কাস্ট সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য) স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ১২ এপ্রিল ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। অনলাইন (নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই) আবেদনের ফি দেওয়া যাবে ২৩ এপ্রিল রাত ২৩.৫৯ পর্যন্ত। এসবিআই চালান ও পোস্ট অফিস চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে ১৮ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত। আবেদনপত্র পুরোপুরি জমা করা যাবে ২৬ এপ্রিল ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। কম্পিউটার বেসড টেস্ট হবে সেপ্টেম্বর-অক্টোবরে।
আরআরসি–র ওয়েবসাইটগুলি হল: সেন্ট্রাল রেলওয়ে: www.rrccr.com, ইস্টার্ন রেলওয়ে: www.rrcer.com, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.rrcecr.gov.in, ইস্ট কোস্ট রেলওয়ে: www.rrcecor.org, নর্দার্ন রেলওয়ে: www.rrcnr.org, নর্থ সেন্ট্রাল রেলওয়ে: www.rrcald.org, নর্থ ইস্টার্ন রেলওয়ে: www.ner.indianrailways.gov.in, নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে: www.nfr.indianrailways.gov.in,নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে: www.nwr.indianrailways.gov.in, সার্দার্ন রেলওয়ে: www.rrcmas.in,সাউথ সেন্ট্রাল রেলওয়ে: www.scr.indianrailways.gov.in, সাউথ ইস্টার্ন রেলওয়ে: www.ser.indianrailways.gov.in, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.secr.indianrailways.gov.in, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrchubil.in, ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrc-wr.com, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.wcr.indianrailways.gov.in,
আরআরবির ওয়েবসাইটগুলি হল: কলকাতা: www.rrbkolkata.gov.in, শিলিগুড়ি: www.rrbsiliguri.org, মালদা: www.rrbmalda.gov.in, আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in, আজমের: www.rrbajmer.gov.in, এলাহাবাদ: www.rrbald.gov.in, বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in, ভোপাল: www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in, বিলাসপুর: www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড়: www.rrbcdg.gov.in, চেন্নাই: www.rrbchennai.gov.in, গোরক্ষপুর: www.rrbgkp.gov.in, গুয়াহাটি: www.rrbguwahati.gov.in, জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in, মুম্বই: www.rrbmumbai.gov.in, মুজাফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in, পাটনা: www.rrbpatna.gov.in, রাঁচি: www.rrbranchi.gov.in, সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in, তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in