কেন হচ্ছে না নিয়োগ? বোর্ডকে করুণ আর্জি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার্থীদের

কেন হচ্ছে না নিয়োগ? বোর্ডকে করুণ আর্জি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার্থীদের

 

কলকাতা:  ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের অন্তর্গত অপেক্ষারত চাকরি প্রার্থীরা শূন্যপদে নিয়োগের আর্জি জানিয়ে চিঠি পাঠালেন সংশ্লিষ্ট দফতরে৷ ২০১৫ সালের এই সকল প্রার্থীরা গ্রুপ ‘ডি’-র পরীক্ষা দিয়েছিল৷ পাঁচ বছর কেটে গেলেও এখনও তাঁদের নিয়োগ করা হয়নি৷

আরও পড়ুন- পুলিশের চাকরি ছেড়ে সবজি বেচলে বেশি সম্মান পেতাম! আক্ষেপ জখম পুলিশ কর্মীর

অপেক্ষারত প্রার্থীদের তরফে এদিন সুব্রত দেবপ্রাধান একটি চিঠি লিখে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে গ্রুপ ‘ডি’ পদে ৬০ হাজার কর্মী নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই লক্ষ্যেই গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ড গঠন হয়েছিল৷ রাজ্যের ৬৩টি দফতরকে শূন্যপদ পূরণের জন্য সেই সূত্রে চিঠিও দেওয়া হয়েছিল। তাতে রাজ্যের বিভিন্ন দফতর থেকে ২৫ হাজার শূন্যপদের তালিকা জমা পড়ে। কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি৷

আরও পড়ুন- তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন মুকুল! দলবদল এখন সময়ের অপেক্ষা? 

তিনি চিঠিতে আরও লেখেন, ২০১৫ সালের ১৭ নভেম্বর গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ড ৬ হাজার শূন্যপদ পূরণের বিজ্ঞাপন দেয়। প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী এই পদের জন্য আবেদন জানান। ২০১৭ সালের ২০ মে পরীক্ষা নেওয়া হয়৷ তাঁর কথা অনুযায়ী, ওই পরীক্ষায় প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের  জন্য মনোনীত হন। এরপর ২০১৮ সালের ১৮ আগস্ট ৫,৪২২ জন সিলেক্টেড প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারপরেও ৫৭৮টি শূন্যপদ পড়ে থাকে।

আরও পড়ুন- ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেবে রাজ্য

তিনি আরও বলেন, এই শূন্যপদ সম্পর্কে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, ইসি প্রার্থী না পাওয়া গেলে, ৫৭৮টি শূন্য পদে অন্য ক্যাটাগরির প্রার্থী নিয়োগ করা হবে। বর্তমানে স্বাস্থ্য ও অন্যান্য দফতরে প্রচুর কর্মীর প্রয়োজন৷ কিন্তু আজও আমরা ওয়েটিং লিস্টেই আটকে আছি৷ সুব্রত বাবু বলেন, “ আজও আমরা কতজন প্রার্থী ওয়েটিং-এ আছি বা আমাদের ব়্যাঙ্ক কত, তা জানতে পারলাম না।“ এই অবস্থায় আপডেট ভ্যাকান্সিতে অপেক্ষারত চাকুরি প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তাঁরা৷ বেকারত্বের এই যন্ত্রণা থেকে তাঁদের মুক্তি দেওয়ার অনুরোধও জানিয়েছেন অপেক্ষারত প্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =