শিক্ষাবিদদের চিঠি বিতর্ক: ভ্রম সংশোধন

শিক্ষাবিদদের চিঠি বিতর্ক: ভ্রম সংশোধন

ভ্রম সংশোধন:  বৃহস্পতিবার (০৩-১২-২০২০) তারিখে আজ বিকেল ডট কমে প্রকাশিত ‘জাল নথি দেখিয়ে কলেজে অধ্যাপনা! চাঞ্চল্যকর অভিযোগে চিঠি ‘শিক্ষাবিদ’দের’!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়৷ ‘গ্রুপ অফ এডুকেশনিস্ট’-এর তোলা গুরুতর অভিযোগ ভিত্তিহীন বলে আজ বিকেল ডট কমে ইমেল (aajbikel2014@gmail.com) পাঠিয়ে জানিয়েছেন নিউ বারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যাপিকা অর্পিতা চৌধুরী৷ এপিসি কলেজের প্রিন্সিপাল ড. শক্তিব্রত ভৌমিক ‘জাল নথি দেখিয়ে কলেজে অধ্যাপনা! চাঞ্চল্যকর অভিযোগে চিঠি ‘শিক্ষাবিদ’দের’!’ শীর্ষক প্রতিবেদনে আগেই জানিয়েছিলেন, ‘‘অর্পিতার নেটের নথি আমি নিজে যাচাই করেছি৷ ওঁনার সেটের নথিও আছে৷ সেগুলি কোনও ভাবেই নকল নয়৷ এছাড়াও অনলাইনেও তাঁর নথি যাচাই করা হয়েছে৷ কোন বছরে পরীক্ষা দিয়েছিল, কত নম্বর পেয়েছে সবটাই দেখা হয়েছে৷ অর্পিতা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাও দিয়েছিলেন৷’’ ‘জাল নথি দেখিয়ে কলেজে অধ্যাপনা! চাঞ্চল্যকর অভিযোগে চিঠি ‘শিক্ষাবিদ’দের’!’ শীর্ষক প্রতিবেদনে অনিচ্ছাকৃত ভুলের জন্য আজ বিকেল ডট কম দুঃখিত ও ক্ষমাপ্রার্থী৷ অধ্যাপিকা অর্পিতা চৌধুরীকে অপমানিত করার কোনও উদ্দেশ্য বা অভিপ্রায় আজ বিকেল ডট কমের ছিল না৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eighteen =