আরও একটি মেগা পরীক্ষায় বসতে চলেছেন ২ লক্ষ চাকরিপ্রার্থী

কলকাতা: শনিবার রাজ্যজুড়ে চলতি বছরের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লুবিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হতে চলেছে। আয়োজক পাবলিক সর্ভিস কমিশন (পিএসসি)। পশ্চিমবঙ্গের ২০টি জেলায় ৪৬৯টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা হবে। চলতি বছর এই পরীক্ষায় বসতে চলেছেন ১ লক্ষ ৯৬ হাজার ৬০৬ জন প্রার্থী। শনিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এই লিখিত পরীক্ষা চলবে। কলকাতা, বারুইপুর,

আরও একটি মেগা পরীক্ষায় বসতে চলেছেন ২ লক্ষ চাকরিপ্রার্থী

কলকাতা:  শনিবার রাজ্যজুড়ে চলতি বছরের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লুবিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হতে চলেছে। আয়োজক পাবলিক সর্ভিস কমিশন (পিএসসি)। পশ্চিমবঙ্গের ২০টি জেলায় ৪৬৯টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা হবে। চলতি বছর এই পরীক্ষায় বসতে চলেছেন ১ লক্ষ ৯৬ হাজার ৬০৬ জন প্রার্থী। শনিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এই লিখিত পরীক্ষা চলবে।

কলকাতা, বারুইপুর, ডায়মন্ডহারবার, বারাকপুর, বারাসত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বহরমপুর, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে এই পরীক্ষা হবে। যার জন্য জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। পিএসসি’র তরফে চলতি বছরের এই ডব্লুবিসিএস পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছর এই পরীক্ষায় প্রায় দুই লক্ষ প্রার্থী অংশ নিচ্ছেন। রাজ্যজুড়ে এই লিখিত পরীক্ষা আয়োজনের লক্ষ্যে জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে৷ এছাড়া পরীক্ষার্থীরা যাতে সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে পরিবহণ দপ্তরের কর্তাদের সঙ্গেও কথা হয়েছে। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 3 =