চাকরি চেয়ে মোদি-মমতাকে বায়োডেটা পাঠানোর ঘোষণা

কলকাতা: কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রাস্তায় আড্ডা দেওয়া বখাটে ছেলের দলে আনুন৷ দলের কাজ ভাল করলে তাঁদের বায়োডেটা আমাকে দিন৷ আনেক চাকরি আছে৷ সুযোগ করে দেব৷’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার বাংলার প্রকৃত চাকরিপ্রার্থীদের বায়োডেটা মুখ্যমন্ত্রী কাছে পাঠানোর উদ্যোগ বাম ছাত্র সংগঠনে৷ তবে, এই তালিকায় একা নেই মুখ্যমন্ত্রী৷ নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও চাকরির আবেদনপত্রে

চাকরি চেয়ে মোদি-মমতাকে বায়োডেটা পাঠানোর ঘোষণা

কলকাতা: কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রাস্তায় আড্ডা দেওয়া বখাটে ছেলের দলে আনুন৷ দলের কাজ ভাল করলে তাঁদের বায়োডেটা আমাকে দিন৷ আনেক চাকরি আছে৷ সুযোগ করে দেব৷’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার বাংলার প্রকৃত চাকরিপ্রার্থীদের বায়োডেটা মুখ্যমন্ত্রী কাছে পাঠানোর উদ্যোগ বাম ছাত্র সংগঠনে৷ তবে, এই তালিকায় একা নেই মুখ্যমন্ত্রী৷ নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও চাকরির আবেদনপত্রে দীর্ঘ বেকার জীবনের যন্ত্রণা প্রকাশ করে মোদি-মমতাকে চিঠি পাঠানোর ঘোষণা৷

আগামী এক মাসে রাজ্যের নানা প্রান্তে প্রচার চালিয়ে কর্মহীন বেকার যুবক-যুবতীদের স্বাক্ষরিত চাকরির আবেদনপত্র সংগ্রহ করে সেগুলি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ডিওয়াইএফআইয়ের৷ বাম ছাত্র সংগঠনের দাবি, বাংলার এক নম্বর সমস্যা বেকারত্ব৷ লক্ষ লক্ষ ছেলেমেয়ে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে৷ মোদি-মমতা উভয় কোটি কোটি চাকরি দেওয়ার দাবি করলেও তা পূরণ করেনি৷ এই অবস্থায় অবিলম্বে বাংলার কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের বন্দোবস্ত করুন মোদি-মমতার সরকার৷ বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের দাবি মনে করিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কর্মহীন চাকরিপ্রার্থীদের বায়োডেটা এবার রাজ্যের ও দেশের প্রধানের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি ঘোষণা বাম ছাত্র সংগঠনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + five =