আজ বিকেল: শিক্ষক নিয়োগে বিভ্রান্তি কাটতে না কাটতেই শুরু নয়া বিতর্ক৷ উচ্চ প্রাথমিকে জট কাটিয়ে নিয়োগের গতি বাড়ানোর কথা স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হলেও দেখা দিয়েছে নয়া বিতর্ক৷ সাংবাদিক বৈঠক করে SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, ‘‘উচ্চ প্রাথমিক স্তরে ১৩০৮০ জন নিয়োগ হবে জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারি প্রথমে৷’’ কিন্তু, কমিশনের বিবৃতি অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে৷ অবিলম্বে শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ না করা হলে জোড়া আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের একাংশের৷
কিন্তু, কেন এই সিদ্ধান্ত? উচ্চ প্রাথমিকে কমপক্ষে ৩০ হাজার শূন্যপদে নিয়োগের দাবি তুলেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কিন্তু, এই মুহূর্তে কমিশন ১৩০৮০ জনের নিয়োগের কথা ভাবছে৷ ফলে, এত কম সংখ্যক শূন্যপদে নিয়োগের ঘোষণা হতেই চাকরিপ্রার্থী মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ অবিলম্বে শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানিয়ে চলতি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারিতে পরপর দুটি আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীদের দুটি সংগঠন৷
উচ্চ প্রাথমিকে ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৮৮টি শূন্যপদ ছিল৷ সেই শূন্যপদ বেড়ে ১৮ হাজার হতে পারে বলে অনুমান করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ সঙ্গে আরও সাত হাজার শূন্যপদ যুক্ত হয়ে কমপক্ষে ২৫ হাজার আসানে নিয়োগ হবে বলে আশা করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কিন্তু, কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে ১৩০৮০ জনের নিয়োগের কথা ঘোষণা হতে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে৷ কেননা, এর আগেও একাধিকবার উচ্চ প্রাথমিকে ৩০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কিন্তু, বাস্তবে সেই দাবি আদৌ মেনে নেওয়া হবে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ ভোটের আগে নিয়োগ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷
এবিষয়ে চাকরিপ্রার্থী অনুতোষ বড়পন্ডা জানান, ‘‘উচ্চ প্রাথমিকের শূন্যপদ বৃদ্ধির দাবিতে আমরা বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছিলাম৷ কিন্তু, আমাদের দাবি না মেনেই কমিশনের তরফে ১৩০৮০ শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছেন চেয়ারম্যান৷ এত কম শূন্যপদে নিয়োগ আমরা মেনে নেব না৷ অবিলম্বে পূর্ণ শূন্যপদের বর্ধিত তালিকা প্রকাশের দাবি জানিয়ে এই মাসের শেষ সপ্তাহে আমরা আন্দোলনে নামব৷’’
এই বিষয়ে পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী বলেন, ‘‘৩০ হাজার শূন্যপদে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে আমরা অনর৷ অবিলম্বে কমিশন যদি উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ না করে, তাহলে ২০ হাজার চাকরিপ্রার্থীকে নিয়ে কলকাতা অচল করে দেব৷’’