‘অসঙ্গতিপূর্ণ’ গ্রেড পে বৃদ্ধির ঘোষণা, ফের বিদ্রোহ শিক্ষকদের

কলকাতা: ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভা থেকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রী ঘোষণার পরপর বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর৷ প্রাথমিক শিক্ষকদের লাগাতার ১৫ দিনের অনশন কর্মসূচির জেরে কার্যত চাপে পড়ে গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তিতে ১ আগস্ট থেকে নয়া হারে বেতনক্রম চালু করার বিজ্ঞপ্তি জারি

‘অসঙ্গতিপূর্ণ’ গ্রেড পে বৃদ্ধির ঘোষণা, ফের বিদ্রোহ শিক্ষকদের

কলকাতা: ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভা থেকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রী ঘোষণার পরপর বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর৷ প্রাথমিক শিক্ষকদের লাগাতার ১৫ দিনের অনশন কর্মসূচির জেরে কার্যত চাপে পড়ে গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তিতে ১ আগস্ট থেকে নয়া হারে বেতনক্রম চালু করার বিজ্ঞপ্তি জারি হলেও বর্ধিত বেতন পাননি বলে অভিযোগ প্রাথমিক শিক্ষকদের৷ বর্ধিত বেতন বিজ্ঞপ্তিতে যথাযথ প্রাপ্য থেকে বঞ্চনা সহ ফিটমেন ফ্যাক্টর নিশ্চিত করার দাবিতে ফের অসন্তোষ প্রাথমিক শিক্ষকদের৷ শিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে ‘প্রতারণার’ অভিযোগ তুলে পুজোর মুখে ফের যুদ্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের৷

প্রাথমিক শিক্ষক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পৃথা বিশ্বাস বলেন, ‘‘আপনাদের অবগতির জন্য জানাই, গত ২৬ জুলাই G.O.No. 510-SE/P/10M-06/09(Pt-I)TET DATED 26.07.2019 এর পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর গত ১৩ সেপ্টেম্বর একটি লিখিত বিবৃতি প্রকাশ করে৷ কিন্তু আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্ট ভাবে সরকার ও সকলকে জানিয়ে দিতে চাই, এই বেআইনি অসঙ্গতিপূর্ণ গ্রেড পে বৃদ্ধি কোনও ভাবেই মেনে নেব না৷ এই কারণে আমরা আগামী ১৬ ও ১৭ তারিখ নবান্ন ও শিক্ষাদপ্তরের পদস্থ আধিকারিকদের কাছে গিয়েছিলাম৷ প্রয়োজনীয় সমস্ত তথ্য দেখায়৷ তারা যে ভুল ভাবে গ্রেড পে বৃদ্ধি করছে এবং এ যে অসঙ্গতিপূর্ণ, সে কথাও জানানো হয়৷ আমরা রোপা’০৯ এর Notional effect date 01/01/2006 থেকেই এই স্কেল পরিবর্তনের Notional Effect এর দাবি করি৷’’

‘অসঙ্গতিপূর্ণ’ গ্রেড পে বৃদ্ধির ঘোষণা, ফের বিদ্রোহ শিক্ষকদের

তাঁর আরও দাবি, ‘‘আধিকারিকরা এই ভুল সংশোধনের জন্য আরও কিছু তথ্যপূর্ণ কাগজের দাবি করেন৷ যা আমরা সম্ভাব্য আগামী সপ্তাহের মধ্যে আধিকারিকদের হাতে তুলে দিতে পারব৷ কাগজ জমা দেওয়ার পর সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা আমরা আধিকারদের জানিয়ে দেব৷ তার মধ্যে কাজ না হলে অতি দ্রুত উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আবার বৃহত্তম আন্দোলনে নামবে৷ তার দায় সরকারকেই নিতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *