রাজ্যের সমস্ত দপ্তরে ছুটি ঘোষণা নবান্নের

কলকাতা: শনিবার ও রবিবার দু’দিন ধরে চলছে সরস্বতী পুজো৷ কিন্তু, শনিবার হওয়ার অধিকাংশ অফিস ছুটি৷ ফলে, কর্মীদের কাজে উৎসাহ বাড়াতে আরও একদিন বাড়তি ছুটির ঘোষণা করল নবান্ন৷ আগামী সোমবার সপ্তাহের প্রথম দিনে এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে৷ তবে, এই ছুটি জরুরি পরিষেবার ক্ষেত্রে কার্যকর হবে না৷ কিন্তু, এই ছুটির পেছনে অন্য কারণও দেখছেন সরকারি

রাজ্যের সমস্ত দপ্তরে ছুটি ঘোষণা নবান্নের

কলকাতা: শনিবার ও রবিবার দু’দিন ধরে চলছে সরস্বতী পুজো৷ কিন্তু, শনিবার হওয়ার অধিকাংশ অফিস ছুটি৷ ফলে, কর্মীদের কাজে উৎসাহ বাড়াতে আরও একদিন বাড়তি ছুটির ঘোষণা করল নবান্ন৷ আগামী সোমবার সপ্তাহের প্রথম দিনে এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে৷ তবে, এই ছুটি জরুরি পরিষেবার ক্ষেত্রে কার্যকর হবে না৷ কিন্তু, এই ছুটির পেছনে অন্য কারণও দেখছেন সরকারি কর্মীদের একাংশ৷ কি সেই কারণ?

সরকারি কর্মীদের একাংশ মনে করেছেন, বামেদের ডাকা গত ৮ জানুয়ারি ধর্মঘট মোকাবিলায় কর্মীদের বাধ্যতামূলক ভাবে দপ্তরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয় নবান্নের তরফে৷ জানিয়ে দেওয়া হয়েছিল, ওই দিন ছুটি নিলে কাটা যাবে বেতন৷ চাকরি জীবন থেকেও কেটে নেওয়া হবে একটি দিন৷ ফলে, কার্যত বাধ্য হয়েছেই দপ্তরে পড়েছিলেন কর্মীরা৷ তখনই কর্মীমহলে চাউর হতে শুরু করে, এই ছুটি পরে ঠিক উসুল হয়ে যাবে!এবার হলও তাই!

এবার সরস্বতী পুজো উপলক্ষ্যে বাড়তি আরও একদিন ছুটির ঘোষণা নবান্নের৷ ছুটি মিললেও বকেয়া ডিএ নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মচারীদের একাংশ৷ তাঁদের দাবি, আসলে ছুটি দিয়ে কর্মীদের শান্ত রাখার চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =