কলকাতা: আগামিকাল থেকে শুরু হচ্ছে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের উদ্যোগে আয়জিত কর্মসংস্থান মেলা৷ এই মেলা চলবে ৫ তারিখ পর্যন্ত৷ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর বেকার সমস্যা রুখতে এই মেলার আয়োজন করেছে বলে খবর৷ কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে৷
জানা গিয়েছে, অন্তত ৪০ টিরও বেশি কোম্পানি এই মেলায় অংশ গ্রহণ করবে৷ এখানেই চাকরীপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে যোগাযোগ তৈরি করে দেওয়া হবে৷ মেলা আয়োজক রাজ্য সরকার বেকার সমস্যা দূর করতে এই উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে৷ কোনও একটি নির্দিষ্ট পদে বা ক্ষেত্রে নয়, সিকিউরিটি গার্ড থেকে সিস্টেম ইঞ্জিনিয়ার, মার্কেটিং থেকে মেরিন ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর থেকে অ্যাকাউন্ট সব ক্ষেত্রের কর্মপ্রার্থীদের জন্য কাজের বাজারে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে এই মেলায়৷ এই মেলায় অংশ গ্রহণের জন্য ইচ্ছুক কর্মপ্রার্থীদরা www.wbmdfc.org ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে৷ আবেদনের ভিত্তিতে মেলায় অংশ গ্রহণের জন্য বিবেচিত হবেন ইচ্ছুক কর্মপ্রার্থী৷