বেতন দেড় লক্ষ টাকা, কর্মী নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া

বেতন দেড় লক্ষ টাকা, কর্মী নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া

fcb49b0b73e76a6cab31e12b63cce6b6

 

নয়াদিল্লি: চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মী নিয়োগ করবে অ্যালায়েন্স এয়ার অ্যাভিয়েশন লিমিটেড (এয়ার ইন্ডিয়া)৷ এই মর্মে এয়ার ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীদের ২২ জুলাই, ২০২০-র মধ্যে আবেদন করতে হবে৷  

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা www.airindia.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং ২২ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন – চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যালায়েন্স এয়ার পার্সোনেল ডিপার্টমেন্ট, অ্যালায়েন্স ভবন ডমেস্টিক টার্মিনাল-১, আই.জি.আই এয়ারপোর্ট, নয়াদিল্লি-১১০০৩ এই ঠিকানায় (Chief Financial Officer Alliance Air Personnel Department Alliance Bhawan Domestic Terminal-1, I.G.I Airport, New Delhi-11003 on or before July 22, 2020)৷ 

এই পদের জন্য যোগ্যতা-

* প্রার্থীকে অবশ্যই ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টস থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস থেকে কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে৷ 
* প্রার্থীকে ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া কিংবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস-এর সদস্য হতে হবে৷ 
* প্রার্থীকে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ 

বয়স সীমা-
* এই পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ৫৯ বছর৷ ০১.০৮.২০২০ তারিখের ভিত্তিতে বয়সের হিসাব করা হবে৷ 

 

শূন্যপদ- 
* চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদে একটি আসন রয়েছে৷ নির্বাচিত প্রার্থীদের স্থায়ী পদে নিয়োগ করা হবে৷

বেতন- 
* এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে দেড় লক্ষ (১,৫০,০০০) টাকা বেতন পাবেন৷ 

 

 জব পোস্টিং–  দিল্লি 

এই পদের জন্য যাবতীয় তথ্য পাওয়া যাবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট  airindia.com. –এ৷ আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট airindia.com. এর কেরিয়ার পেজে যেতে হবে৷ সেখান থেকেই ডাউনলোড করা যাবে আবেদনপত্র৷ আবেদনপত্রের সঙ্গে ১,৫০০ টাকার ডিমান্ডড্রাফ্ট দিতে হবে৷ তবে তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের কোনও অ্যাপলিকেশন ফি লাগবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *