কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে বড় জয় পেলেন পার্শ্ব শিক্ষকরা৷ টিকল না রাজ্য সরকারের দাবি৷ তবে, সতর্কতা হিসাবে পার্শ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভের জায়গা নিয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷
আজ কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্ক অবরুদ্ধ করা যাবে না৷ সেন্ট্রাল পার্কে প্রবেশ পথের ২০ মিটারে কোনও জমায়েত করা যাবে না৷ পার্কের প্রবেশপথ যাতে অবরুদ্ধ না হয়, তা নিশ্চিত করে যানজট সচল রাখতে হবে৷ এমনকি, ধর্না-অনশন মঞ্চের ছাউনি কোনও ভাবেই পুলিশ খুলতে পারবে না বলেও জানিয়েছে আদালত৷ পাশাপাশি শিক্ষকার তাঁদের আন্দোলন চালিয়ে যেতে পারবেন৷ এর জন্য কোনও সময়সীমা বেধে দেয়নি আদালত৷
এদিন মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকদের ধর্না-অনশনের কারণে আহারে বাংলা উৎসবে সমস্যা হচ্ছে বলে হাইকোর্টে দাবি করা হয়৷ আর সেই কারণে পার্শ্ব শিক্ষকদের অবস্থান তুলে দেওয়ার আর্জি জানানো হয়৷ কিন্তু, সেই আর্জি খারিজ করে পার্শ্ব শিক্ষকদের সতর্ক করে মেলার প্রবেশ পথে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ মেলার প্রবেশপথের ২০ মিটারের মধ্যে জমায়েত করা যাবে না বলে হাইকোর্টের তরফে দেওয়া হয় নির্দেশ৷ ফলে, ওই শর্ত পালন করলে পার্শ্ব শিক্ষকদের অবস্থানে কোনও প্রভাব পড়বে না৷ যেমন আন্দোলন চলছে, তেমনই চলবে বলেও জানিয়েছে পার্শ্বশিক্ষক ঐক্য৷ এর আগে পুলিশি অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্ট থেকে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসার অনুমতি ছিনিয়ে আনে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ প্রথমে ৭ দিনের অনুমতি থাকলেও তা এবার অনির্দিষ্টকালের দিকে চলে গেল৷