কলকাতা: তদন্তে তথ্যপ্রমাণের অগ্রগতি না হওয়ায় পাবলিক সার্ভিস কমিশনের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ ধৃত ব্যক্তির জামিন মঞ্জুর৷ ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই অভিযুক্তকে শর্তাধীন জামিনে মুক্তি দেন৷
আদালত সূত্রে জানা গিয়েছে, পিএসসির নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ পেয়ে কমিশনের যুগ্ম সচিব গত ১৩ এপ্রিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম অপরাধ দমন শাখায় একটি মামলা দায়ের করেন৷ তারই ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে৷ বেলেঘাটা মেন রোডের এক যুবককে অভিযুক্ত হিসাবে যুবককে গ্রেপ্তার করে৷ কিন্তু, প্রায় আড়াই মাস পরও তদন্তে অগ্রগতি না হওয়ায় মেলে জামিন৷