তিন বছর পর শিক্ষকদের জন্য চালু হল পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা

কলকাতা: রাজ্য সরকারের কর্মীদের পর এবার স্কুল শিক্ষকদের জন্যও চালু হল পিতৃত্বকালীন ছুটি৷ বিকাশভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা হয়৷জানা গিয়েছে, সন্তানের বয়স ১৮ বছর হওয়ার আগে একটি সন্তানের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ছুটি পাবেন শিক্ষকরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করার পরে ২০১৬ সালের ২৫

তিন বছর পর শিক্ষকদের জন্য চালু হল পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা

কলকাতা: রাজ্য সরকারের কর্মীদের পর এবার স্কুল শিক্ষকদের জন্যও চালু হল পিতৃত্বকালীন ছুটি৷ বিকাশভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা হয়৷জানা গিয়েছে,  সন্তানের বয়স ১৮ বছর হওয়ার আগে একটি সন্তানের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ছুটি পাবেন শিক্ষকরা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করার পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি অর্থদপ্তর এই সংক্রান্ত একটি অর্ডার বের করে৷ কিন্তু স্কুলশিক্ষা দপ্তর এই সংক্রান্ত ‘ম্যাচিং অর্ডার’ বের করেনি৷ তার ফলে জটিলতা তৈরি হয়৷ অনেক শিক্ষক ছুটি নিয়ে ফেলেন৷ কিন্তু প্রধান শিক্ষকরা তা মঞ্জুর করেননি৷ এই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের সম্পর্ক তলানিতে ঠেকে৷ স্কুল শিক্ষকদের টানা ছুটির সংখ্যা বেশি থাকায় দপ্তরের তরফেও এই অর্ডার বের করা নিয়ে কিছুটা অনীহা ছিল৷ পরে, দীর্ঘ টালবাহার পর বিজ্ঞপ্তি জারি করে পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দেওয়া হয়৷

তিন বছর পর শিক্ষকদের জন্য চালু হল পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাপিতৃত্বকালন ছুটির বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘সাধারণত অর্থ দপ্তর ছুটি সংক্রান্ত কোন অর্ডার বের করলে, শিক্ষা দপ্তরও সেই অর্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অর্ডার বের করে৷ এতদিন শিক্ষা দপ্তর অর্ডারটি বের না করায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই ছুটি নিয়ে নানান সমস্যায় ভুগছিলেন৷ আমরা বারবার শিক্ষা দপ্তরকে এই সমস্যার কথা জানিয়েছি৷ একটি ম্যাচিং অর্ডার বের করতে তিন বছর লেগে গেল৷ সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে যে কোন সমন্বয় নেই – এই ঘটনা তার প্রমাণ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 9 =