হুঁশিয়ারির পর এবার পার্শ্ব শিক্ষকদের সহানুভূতির বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: ফের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও এবার হুমকির সুরে নয়, হানুভূতির বার্তা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র টাকা দিচ্ছেনা৷ কেন্দ্রের থেকে বিভিন্ন প্রকল্প বাবদ ১৭ হাজার কোটি টাকা বাকি৷ সর্বশিক্ষা অভিযানে পাঁচ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের৷ কেন্দ্র যদি টাকাগুলি মিটিয়ে দেয় তাহলে

হুঁশিয়ারির পর এবার পার্শ্ব শিক্ষকদের সহানুভূতির বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: ফের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও এবার হুমকির সুরে নয়, হানুভূতির বার্তা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী৷

সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র টাকা দিচ্ছেনা৷ কেন্দ্রের থেকে বিভিন্ন প্রকল্প বাবদ ১৭ হাজার কোটি টাকা বাকি৷ সর্বশিক্ষা অভিযানে পাঁচ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের৷ কেন্দ্র যদি টাকাগুলি মিটিয়ে দেয় তাহলে তো কোনও সমস্যা হওয়ার কথা নয়৷ আমি ওদের বিষয়টি নিয়ে সহানুভূতিশীল৷ কিন্তু, যদি ওই টাকাটা কেন্দ্র মিটিয়ে দেয়, তাহলে তো আমাদের আর কোন সমস্যা নেই৷ কেন্দ্র দিয়ে দিলেই আমরাও দিয়ে দেব৷’’

রবিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিজ্ঞান মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের অবস্থান তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘আমরা শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল৷ তা সত্ত্বেও বারেবারে রাস্তায় নেমে আন্দোলন করছেন শিক্ষকরা৷ ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিঘ্নিত করে যেটা করছে, সেটা ঠিক না৷ ওদের স্বাস্থ্যের পক্ষে ভাল হচ্ছে না৷ সমাজের পক্ষে ভাল হচ্ছে না৷’’

যদিও অনড় পার্শ্বশিক্ষকরা৷ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য যুগ্ম-আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, আমরা আন্দোলন প্রত্যাহার করব কি না তা নির্ভর করছে সরকারের পদক্ষেপের উপর৷ ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা পিছু হটব না৷ সরকার বাধ্য করিয়েছে রাস্তায় বসে থাকতে, অনশন করতে৷ ৯ দিন ধরে ধর্না, ৪ দিনেপ অনশন৷ ফলে সরকার এখনও যদি চাই, আমাদের সমস্যার সমাধান করতে পারে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =