কর্মবিরতির পর এবার অনশনের ডাক অস্থায়ী কর্মীদের

কলকাতা: কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের ন্যূনতম ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের সরকারি স্বীকৃতির দাবিতে এবার কর্মবিরতি পালন করলেন কয়েক হাজার কর্মী৷ দাবি পূরণ না হলে আগামী দিনে অনশন কর্মসূচির ঘোষণা অস্থায়ী কর্মচারী সংগঠনের৷ আজ সোমবার বিভিন্ন কলেজের গেটের সামনে কর্মবিরতি পালন করেন অস্থায়ী কর্মচারীরা৷ পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতির ডাকা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করা হয়েছে

342e042d613fd64060c881d5a03e182e

কর্মবিরতির পর এবার অনশনের ডাক অস্থায়ী কর্মীদের

কলকাতা: কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের ন্যূনতম ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের সরকারি স্বীকৃতির দাবিতে এবার কর্মবিরতি পালন করলেন কয়েক হাজার কর্মী৷ দাবি পূরণ না হলে আগামী দিনে অনশন কর্মসূচির ঘোষণা অস্থায়ী কর্মচারী সংগঠনের৷

আজ সোমবার বিভিন্ন কলেজের গেটের সামনে কর্মবিরতি পালন করেন অস্থায়ী কর্মচারীরা৷ ‌পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতির ডাকা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করা হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ বাংলায় বিভিন্ন কলেজের মেন গেটের সামনে ধর্না, অবস্থানে সামিল হন তাঁরা৷ অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে কলেজের প্রশাসনিক কাজকর্ম প্রভাব পড়েছে বলে খবর৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, আজ রাজ্যজুড়ে একাধিক কলেজের গেটের সামনে এই অবস্থান বিক্ষোভ হয়েছে৷

সংগঠনের দাবি, এই মুহূর্তে কলেজের অধিকাংশ কাজ করে থাকেন অস্থায়ী কর্মীরা৷ কিন্তু তাঁদের দাবি-দাওয়া মেটানো হচ্ছে না৷ এই প্রসঙ্গে কমিটির সভাপতি সব্যসাচী গুছাই জানিয়েছেন, ‘‘আমরা আজ প্রতীকী ধর্মঘট পালন করলাম৷ অস্থায়ী কলেজ কর্মীরা আজ দিনভর কলেজের গেটের সামনে বসে কর্মবিরতি পালন করেছেন৷ তবুও শিক্ষা দপ্তরের কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত দেখা যায়নি৷ আজ আমাদের অস্তিত্ব সংকটে৷ সরকার যদি কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে লাগাতার আমরণ অনশন কর্মসূচিতে আমরা বসতে বাধ্য হব৷’’

রাজ্য সহ-সভাপতির আরও দাবি, সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করলেও তাঁদের কোনও স্বীকৃতি দেওয়া হয়নি৷ বেতন দেওয়া হয় নামমাত্র৷ তাও আবার বেশিরভাগ কলেজে মাসের বেতন বকেয়া৷ আর সেই কারণেই আজ তাঁরা প্রত্যেকেই ধর্মঘটে সামিল হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *