জট কাটিয়ে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি SSC-র, উচ্ছ্বাস চাকরিপ্রার্থী মহলে

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক) নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা হতেই উৎসাহে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ চলতি বছরের শেষে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই শিক্ষক নিয়োগের আশায় বুক বাঁধতে শুরু করেছেন কয়ের হাজার চারকিপ্রার্থী৷ কিন্তু, হঠাৎ কেন এত উৎসাহ? চাকরি

জট কাটিয়ে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি SSC-র, উচ্ছ্বাস চাকরিপ্রার্থী মহলে

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক) নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা হতেই উৎসাহে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ চলতি বছরের শেষে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই শিক্ষক নিয়োগের আশায় বুক বাঁধতে শুরু করেছেন কয়ের হাজার চারকিপ্রার্থী৷ কিন্তু, হঠাৎ কেন এত উৎসাহ?

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমিশনে চেয়ারম্যান পদের টানাপড়েন চলতে থাকার কারণে থমকে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া৷ চাকরিপ্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়৷ কমিশনের শীর্ষপদে অচলাবস্থা দেখা দেখা দেওয়া রীতিমত হতাশ হয়ে পড়েন বহু চাকরিপ্রার্থী৷ পরিস্থিতির বাস্তব অবস্থা খতিয়ে দেখতে কমিশনে যান রাজা নন্দী, মেহেবুর মণ্ডল-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী৷ কমিশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন তাঁরা৷ পরে, চাকরিপ্রার্থীদের অশ্বত্থ করেন তাঁরা৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

শুক্রবার সরসন্ধ্যায় কমিশনের তরফে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে চতুর্থ কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা৷ কমিশন কাজ শুরু করেছে, বলে মন্তব্যও করতে থাকেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের আশা, নতুন বছরের শুরুতেই ঠিক একই ভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখবে কমিশন৷

শিক্ষক নিয়োগে ৭টি গুরুত্বপূর্ণ আপডেট

এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক পদে নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হয়৷ আগামী ৩১ ডিসেম্বর সাড়ে ১০টায় ওয়েটিংলিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের সূত্রে জ্ঞাতব্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে। কাউকে কোনও আলাদা চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না৷

কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করল SCC, জারি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:
http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Norice_GrpC_GrpD_Counselling_Phase-4-28.12.2018.pdf
ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে নিজের ১৬ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =