পরীক্ষার ১০ বছর পরও হয়নি নিয়োগ, রাজ্যের বিরুদ্ধে মামলা চাকরিপ্রার্থীদের

পরীক্ষার ১০ বছর পরও হয়নি নিয়োগ, রাজ্যের বিরুদ্ধে মামলা চাকরিপ্রার্থীদের

কলকাতা: প্রায় ১০ বছর অতিক্রান্ত৷ মাদ্রাসায় গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি৷ পরীক্ষার ফলাফল প্রকাশের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন মাদ্রাসা চাকরিপ্রার্থীরা৷

মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১০ সালে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে কয়েক হাজার পরীক্ষার্থী আবেদন জানিয়েছিলেন৷ সেই নিয়োগের ক্ষেত্রে তিনটি স্তরে পরীক্ষা হওয়ার কথা ছিল৷ প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নেওয়ার কথা থাকলেও তা হয়নি৷ আবেদনকারীরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু, এখনও পর্যন্ত তাদের সেই লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি৷ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি নিয়ে চাকরিপ্রার্থীরা রাজ্যের সংখ্যালঘু দফতরের দফায় দফায়  স্মারকলিপি জমা দিয়েছিলেন৷ কিন্তু, রাজ্য সরকার তা গুরুত্ব দিচ্ছে না বলে চাকরি প্রার্থীদের অভিযোগ৷ এরপর চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মনথারের এজলাসে মামলা দায়ের করেছেন৷

চাকরিপ্রার্থীদের দাবি, লিখিত পরীক্ষা দেওয়ার পর চাকরিপ্রার্থীদের বয়স ১০ বছর বেড়ে গিয়েছে৷ এখনও রাজ্য সরকার নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না৷ কিন্তু কেন এই বঞ্চনা? অবিলম্বে বিনিয়োগের দাবিতে দায়ের হয়েছে মামলা৷

বাম আমলে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই নিয়োগের আর গতি আসেনি৷ গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না বর্তমান সরকার৷ আবেদনকারীদের আইনজীবী জানিয়েছেন, সরকার চাকরি প্রার্থীর কাছ থেকে অর্থ নিয়েছে৷ দুটি পরীক্ষায় চাকরিপ্রার্থীরা বসেছেন৷ কিন্তু দশ বছর পরও পরীক্ষার ফলাফল ঘোষণা না করা মানে সরকার বেকার যুবকদের সঙ্গে বঞ্চনা করছে, দাবি আইনজীবীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *