২০ বছর পর অবশেষে পুজোর বোনাস ঘোষণা শিক্ষকদের

কলকাতা: দীর্ঘ ২০ বছর বছরের বঞ্চনার পর এই প্রথম পুজোর আগে বড়সড় সুখবর পেলেন বাংলার কর্মরত ৭০ হাজার এসএসকে, এমএসকে এএস, মাদ্রাসা ও পুরসভার শিক্ষক৷ অবশেষে ঘোষিত হল পুজোর বোনাস! পুজোর মুখে বোনাস ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষকমহল৷ এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘গত ৮ বছর ধরে চরম বঞ্চিত রাজ্যের ৭০ হাজার

9311993d0d6ac3ac1610825a884706cc

২০ বছর পর অবশেষে পুজোর বোনাস ঘোষণা শিক্ষকদের

কলকাতা: দীর্ঘ ২০ বছর বছরের বঞ্চনার পর এই প্রথম পুজোর আগে বড়সড় সুখবর পেলেন বাংলার কর্মরত ৭০ হাজার এসএসকে, এমএসকে এএস, মাদ্রাসা ও পুরসভার শিক্ষক৷ অবশেষে ঘোষিত হল পুজোর বোনাস! পুজোর মুখে বোনাস ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষকমহল৷

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘গত ৮ বছর ধরে চরম বঞ্চিত রাজ্যের ৭০ হাজার এসএসকে, এমএসকে এএস মাদ্রাসা ও পুরসভার শিক্ষক শিক্ষিকারা৷ তাঁদের গত ৮ বছরে এক টাকা ও বেতনবৃদ্ধি হয়নি৷ এমনকী তাঁরা পূর্ণ শিক্ষকতা করলেও যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্বেও তাদের নূন্যতম বেতন ছিল (এসএসকে-৫৯৫৪, পুরসভার ক্ষেত্রে এসএসপি-৫৪০০, এমএসকে-৮৯৩৪, একাডেমিক সুপারভাইজর-৭৯০০৷ এমনকী তাঁদের শিক্ষাদপ্তরে না রেখে পঞ্চায়েত দপ্তরে রাখা হয়েছিল শিক্ষাদপ্তরে না রেখে৷ অথচ ভারতবর্ষের সব রাজ্যে তাদের বেতন তিনগুনের থেকে বেশি এবং শিক্ষাদপ্তরের অন্তর্ভূক্ত৷ দীর্ঘ তিনমাস ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ধারাবাহিক লড়াই আন্দোলন করে৷ পরপর ১৪ দিন বাকাশভবনের সামনে ধর্নাদেন হাজার হাজার শিক্ষক পুলিশি বাঁধা উপেক্ষা করে৷’’

২০ বছর পর অবশেষে পুজোর বোনাস ঘোষণা শিক্ষকদেরতাঁর আরও দাবি, ‘‘গত ১৭ জুন বিকাশভবন অভিযান করেন৷ ১৮ জুন শিক্ষামন্ত্রী ধর্না মঞ্চে এসে দাবি মানার ঘোষণা করেন৷ তারপরে ও দাবি না মানায় ৫ জুলাই বিধানসভা অভিযান করেন৷ পুলিশি শিক্ষিকাদের উপর লাঠিচার্জ ও জলকামান চালায় ১৪৪ জন শিক্ষক শিক্ষিকা গ্রেপ্তার করে৷ অবশেষে ২৯ জুলাই শিক্ষামন্ত্রী বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেন৷ দাবি মেনে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষাদপ্তরে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন৷’’

সংগঠনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘বোনাসের কথা-সহ অন্যান্য সুবিধার ঘোষণা করেন৷ হাওড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ও বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেন৷ তারপরও দেড়মাস অতিক্রম হওয়ার পরেও বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গত ২৫ সেপ্টেম্বর ২৩টি জেলায় ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচি ঘোষণা করে৷ অবশেষে আজ শিক্ষাদপ্তর ও পঞ্চায়েত দপ্তর ৪০০০ টাকা বোনাস ও অগ্রিম বেতনের নির্দেশ দিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *