নয়াদিল্লি: সারা দেশে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সার্ভিস অ্যান্ড সেলস)পদে মোট ৮ হাজার প্রার্থী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ দেশের একাধিক রাজ্যে প্রার্থী নিয়োগ হবে৷ গত ২৬ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন৷ এই নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হতে না হতেই মঙ্গলবার শুরু হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহের কাজ৷ এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে৷ অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিনের তথ্য দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷
কীভাবে করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড? প্রথমে এসবিআইয়েরঅফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷ https://sbi.co.in/web/careers/current-openings এরপর RECRUITMENT OF JUNIOR ASSOCIATES লিঙ্কে ক্লিক করতে হবে৷ এরপর একটি নতুন পেজ খুলে যাবে৷ ডানদিকে রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে হবে৷ স্ক্রিনে ফুটে উঠবে অ্যাডমিট কার্ড৷ সেখান থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট৷
শূন্যপদ, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য:
১.জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেল) শূন্যপদ ৮০০০(অসংরক্ষিত- ৩৪৪৭)
২. সার্কেল / রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের এর ভিত্তিতে শূন্যপদ- আহমেদাবাদ সার্কেল, গুজরাট, শূন্যপদ: ৫৫০ (অসংরক্ষিত: ২২৭)
অমরাবতী সার্কেল: অন্ধ্র প্রদেশ, শূন্যপদ: ১৫০ (অসংরক্ষিত: ৬১)
বেঙ্গালুরু সার্কেল: কর্ণাটক, শূন্যপদ: ৪৭৫ (অসংরক্ষিত: ১৯১)
ভোপাল সার্কেল: মধ্য প্রদেশ, শূন্যপদ: ৫১০ (অসংরক্ষিত: ২০৫)
ছত্তীসগঢ় শূন্যপদ: ১৯০ (অসংরক্ষিত: ৭৮)
বেঙ্গল সার্কেল: পশ্চিমবঙ্গ, শূন্যপদ: ৬১২ (অসংরক্ষিত: ২৪৭), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, শূন্যপদ: ২৬ (অসংরক্ষিত: ১৫), সিকিম, শূন্যপদ: ১২ (অসংরক্ষিত: ৭)
ভুবনেশ্বর সার্কেল: ওড়িশা, শূন্যপদ: ৪২৫ (অসংরক্ষিত: ১৭১)
চণ্ডীগড় সার্কেল: জম্মু ও কাশ্মীর, শূন্যপদ: ৫০ (অসংরক্ষিত: ২৩), লাদাখ, শূন্যপদ: ১৫ (অসংরক্ষিত: ৮)
হিমাচল প্রদেশ, শূন্যপদ: ১৮৫ (অসংরক্ষিত: ৭৭) চণ্ডীগড়, শূন্যপদ: ২৫ (অসংরক্ষিত: ১৩)
পাঞ্জাব, শূন্যপদ: ১৫০ (অসংরক্ষিত: ৬১)
চেন্নাই সার্কেল: তামিলনাড়ু, শূন্যপদ: ৩৯৩ (অসংরক্ষিত: ১৭১), পুডুচেরি, শূন্যপদ: ৭ (অসংরক্ষিত: ৫)
দিল্লি সার্কেল: দিল্লি, শূন্যপদ: ১৪৩ (অসংরক্ষিত: ৬), উত্তরাখণ্ড, শূন্যপদ: ৭ (অসংরক্ষিত: ৫)
দিল্লি / চণ্ডীগড় সার্কেল: হরিয়ানা, শূন্যপদ: ৯৭ (অসংরক্ষিত: ৪৫)
হায়দরাবাদ সার্কেল: তেলেঙ্গানা, শূন্যপদ: ৩৭৫ (অসংরক্ষিত: ১৫১)
জয়পুর সার্কেল: রাজস্থান, শূন্যপদ: ৫০০ (অসংরক্ষিত: ২০০)
কেরালা সার্কেল: কেরালা, শূন্যপদ: ৩৯৪ (অসংরক্ষিত: ২০৭) লক্ষদ্বীপ, শূন্যপদ: ৬ (অসংরক্ষিত: ২)
লখনউ / দিল্লি সার্কেল: উত্তরপ্রদেশ, শূন্যপদ: ৮৬৫ (অসংরক্ষিত: ৩৫৭)
মহারাষ্ট্র / মুম্বাই মেট্রো সার্কেল: মহারাষ্ট্র, শূন্যপদে: ৮৬৫ (অসংরক্ষিত: ৩৮৪)
মহারাষ্ট্র সার্কেল: গোয়া, শূন্যপদ: ১০ (অসংরক্ষিত: ৭)
উত্তর-পূর্ব সার্কেল: আসাম, শূন্যপদ: ১৮২ (অসংরক্ষিত: ৮২) অরুণাচল প্রদেশ, শূন্যপদ: ১০ (অসংরক্ষিত: ৫) মণিপুর, শূন্যপদ: ২২ (অসংরক্ষিত: ১১) মেঘালয়, শূন্যপদ: ৩১ (অসংরক্ষিত: ১৪) মিজোরাম, শূন্যপদ: ২২ (অসংরক্ষিত: ২) নাগাল্যান্ড, শূন্যপদ: ১৪ (অসংরক্ষিত: ৭) ত্রিপুরা, শূন্যপদ: ৩৪(অসংরক্ষিত: ১৬)
পাটনা সার্কেল: বিহার, শূন্যপদ: ২৩০ (অসংরক্ষিত: ১০৭) ঝাড়খণ্ড, শূন্যপদ: ৪৫ (অসংরক্ষিত: ২০) চণ্ডীগড় সার্কেল: কাশ্মীর উপত্যকা, শূন্যপদ: ৫০ (অসংরক্ষিত: ২৩)
লেহ এবং কারগিল উপত্যকা, শূন্যপদ: ২০ (অসংরক্ষিত: ১০) উত্তর-পূর্ব সার্কেল দিবাং ভ্যালি, শূন্যপদ: ২০ (অসংরক্ষিত: ৯) তুরা, শূন্যপদ: ২০ (অসংরক্ষিত: ৯)
মোকোকচং, শূন্যপদ: ২০ (অসংরক্ষিত: ৯)
৩.শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি৷
৪. পে স্কেল: ১১,৭৬৫ থেকে ৩১,৪৫০টাকা
৫.প্রার্থী নির্বাচন প্রক্রিয়া- প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে৷ প্রাথমিক পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে৷ এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনাল এবিলিটি সম্পর্কিত প্রশ্ন থাকবে৷ পরীক্ষায় ১০০ নম্বরের মোট ১০০ টি প্রশ্ন থাকবে, প্রশ্নগুলি সমাধানের জন্য এক ঘন্টা সময় দেওয়া হবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশের চিহ্ন কেটে নেওয়া হবে৷ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন৷ জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারেনেস, জেনারেল ইংলিশ, কোয়ানটিটিভেটিভ এপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার এপটিটিউড সম্পর্কিত প্রশ্নগুলি থাকবে৷ এই পরীক্ষায় ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন থাকবে৷ সময় দেওয়া হবে ২ঘন্টা ৪০মিনিট৷
৬.ভাষা পরীক্ষা: যে প্রার্থীরা ভাষাটি বেছে নেবেন তারা যদি ভাষাটি দশম-দ্বাদশ-তে অধ্যয়ন করে থাকেন (এর জন্য তাদের দশম-দ্বাদশের মার্কশিট শংসাপত্রটি দেখাতে হবে), তবে তাদের ভাষা পরীক্ষা করা হবে৷ তিনি যদি ভাষাটি না পড়ে থাকেন তবে একটি ভাষা পরীক্ষা হবে৷
চূড়ান্ত নির্বাচন এবং যোগ্যতা: ৮.প্রিলিমিনারী পরীক্ষার নম্বরগুলি চূড়ান্ত বাছাইয়ের যোগ্যতায় অন্তর্ভুক্ত করা হবে না৷ মেইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তৈরি করা হবে৷ মোট শূন্যপদের ৫০ শতাংশ (রাজ্য বিভাগ অনুযায়ী ) ওয়েট লিস্ট করা হবে৷
৭. এসবিআই ক্লার্ক পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড: বিজ্ঞপ্তি অনুসারে এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি / মার্চ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ এসবিআই ক্লার্ক মেইন পরীক্ষার তারিখ ১৯ মার্চ ২০২০৷ প্রিলিমিনারি-পরীক্ষার অ্যাডমিট কার্ড আজ ও মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে৷