প্রশাসনিক গাফিলতি! বর্ধিত বেতন-পেনশন পেলন না লক্ষাধিক শিক্ষক, শিক্ষাকর্মী

প্রশাসনিক গাফিলতি! বর্ধিত বেতন-পেনশন পেলন না লক্ষাধিক শিক্ষক, শিক্ষাকর্মী

কলকাতা: নতুন বছরে প্রথম মাসের বর্ধিত পেতন ও পেনশন থেকে বঞ্চিত হলেন রাজ্যের কয়ের হাজার শিক্ষক ও লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষা ও পুরকর্মী৷ 

অভিযোগ, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া বেতন ও পেনশন পাওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও পেনশন পাননি স্কুল-কলেজ-পুরসভার অবসরপ্রাপ্তরা৷ তালিকায় রয়েছেন বেশ কিছু কর্মরত শিক্ষক৷ বর্ধিত বেতন না পেয়ে সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এডিআই অফিস ঘেরাও করেন মহকুমা শিক্ষকরা৷ অভিযোগ, কয়েকটি স্কুলকে রোপা-১৯ অনুযায়ী বর্ধিত বেতনের ব্যবস্থা করে দেওয়া হলেও অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা নতুন বেতন থেকে বঞ্চিত হয়েছেন৷ শিক্ষকদের অভিযোগ, খড়গপুরে বিদ্যালয়ের কাজ করানোর জন্য ‘ঘুষ’ দিতে হয়৷ তা না হলে থকমে থাকে সরকারি কাজ৷ সোমবার ‘ঘুষে’র অভিযোগ-সহ বর্ধিত বেতনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষক ও শিক্ষাকর্মীরা৷

অন্যদিকে, নতুন বছরের প্রথম বর্ধিত পেনশন না পেয়ে হতাশ পেনশনভোগীরা৷ গোটা ঘটনার ঘটনার জন্য অর্থ দপ্তরকে দায়ী করেছেন তাঁরা৷যা নিয়ে লক্ষ পেনশনভোগীর মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে৷ স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও পুর দপ্তরের আধিকারিকের একাংশের গাফিলতির কারণে বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্তরা৷ আগামী মাসেও অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত পেনশন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা৷ 

সূত্রের খবর, গোটা বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে ওঠে৷ স্কুল শিক্ষা দপ্তরের তরফে তড়িঘড়ি মহাকরণে অর্থ দপ্তরের পেনশন শাখার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে খবর৷ তবে, পেনশনভোগীদের এই বঞ্চনা আগামী মাসে যে দূর হবে, তার কোনও গ্যারান্টি এখনও পাওয়া যায়নি৷ ফলে, আগামী মাসেও অবসরপ্রাপ্তরা বর্ধিত পেনশন পাবেন কি না, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =