আগামী ৩ মাস কোনও নিয়োগ হবে না, নয়া নির্দেশিকা রাজ্যের

আগামী ৩ মাস কোনও নিয়োগ হবে না, নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা:  করোনাভাইরাস সংক্রমণকে ইতিমধ্যেই পেন্ডামিক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ কোভিড-১৯ সংক্রমণ রুখতে সব রকম পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে উদ্ভূত সংকটের মোকাবিলায় রাজ্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যায় করতে হচ্ছে৷ সারা দেশে ২১ দিনের লকডাউ পর্ব চলছে৷ গোটা দেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাজ্য অর্থনীতি৷ এই অবস্থায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার৷ ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে নয়া নীতি৷

এই মেমোরেন্ডামে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে নতুন করে কোনও প্রকল্প গ্রহণ করা হবে না৷ জরুরি ভিত্তিতে কোনও মেরামতি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন না থাকলে বন্ধ রাখা হবে সব ধরণের নির্মাণ কাজ৷ জনস্বার্থে জরুরি ভিত্তিতে কোনও পরিকল্পনা গ্রহণ করতে হলে অর্থ মন্ত্রকের অনুমোদন বাধ্যতামূলক৷ অর্থমন্ত্রকের অনুমতি চলতি কোনও প্রকল্পের সুযোগ-সুবিধা বাড়ানো হবে না৷ ৩০ জুন পর্যন্ত কোনও রকম গাড়ি, কমপিউটার, আইটি সম্পর্কিত জিনিসপত্র, আসবাব, এসি, ফ্রিজ, টিভি, অফিসের সরঞ্জাম কেনার অনুমতি দেওয়া হবে না৷

স্থগিত থাকবে চাকরির নিয়োগ৷ অর্থ মন্ত্রকের অনুমোদন ছাড়া এই সময়ের মধ্যে নতুন করে চাকরিতে নিয়োগ করা হবে না৷ বন্ধ থাকবে চুক্তি ভিত্তিক লোক নিয়োগ৷ তবে বেতন, মজুরি বা পেনসনের ক্ষেত্রে কোনও নিয়ম ধার্য করা হয়নি৷ সামাজিক জনকল্যাণ প্রকল্প যথা কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী, জয় বাংলা, সামাজিক সুরক্ষা যোজনা, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী, বাংলা ফসল যোজনাকে নয়া নির্দেশনামার বাইরে রাখা হয়েছে৷

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি

সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নবনির্মিত কোনও সরকারি বিল্ডিং, যেমন স্কুল, কলেজ, লাইব্রেরি, হাসপাতাল বা এই ধরনের কোনও প্রতিষ্ঠানে  জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সামগ্রী কেনার হলে অর্থ মন্ত্রকের অনুমতি নিতে হবে৷ অফিস বাড়ি সংস্কার বা সাজসজ্জার জন্য কোনওরকম অর্থ বরাদ্দ করা হবে না৷ ৩০ জুনের মধ্যে অর্থ মন্ত্রকের বিশেষ অনুমোদন ছাড়া কোনও বাড়তি গাড়ি ভাড়া নেওয়া যাবে না৷  সরকারি বৈঠকে জলখাবার বাবদ বরাদ্দ কমানোর কথাও উল্লেখ করা হয়েছে৷  

সফরের ক্ষেত্রেও থাকবে বিধি নিষেধ৷ উড়ান চালু হলে, এগজিকিউটিভ বা বিজনেস ক্লাসের বদলে সফর করতে হবে ইকোনমি ক্লাসে৷ অল ইন্ডিয়া সার্ভিসেস (আইএএস, আইপিএস এবং এইএফএস) অফিসারদের বাড়ি নির্মাণ বাবাদ কোনও অগ্রিম অর্থ প্রদান করা হবে না৷ শুধুমাত্র চিকিৎসা, শিক্ষা এবং বিবাহ উপলক্ষেই জিপিএফ থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হবে৷ মোটরসাইকেল বা কমপিউটারের জন্য অগ্রিম অর্থ দেওয়া হবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =