হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনে শুরু পার্শ্ব শিক্ষকদের ৭ দিনের ধর্না

কলকাতা: আজ থেকে ফের শুরু পার্শ্বশিক্ষকদের সাতদিনের আন্দোলন কর্মসূচি৷ পূর্বনির্ধারিতত কর্মসূচি অনুযায়ী বেতন বৈষম্য সহ একাধিক দাবিতে ১১ নভেম্বর (সোমবার) থেকে বিকাশভবন চত্বরে অবস্থানে বসলেন পার্শ্বশিক্ষকরা৷ আজ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিকাশভবনের সামনে চলবে এই কর্মসূচি৷ এদের মধ্যে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ এই কর্মসূচির শেষদিন অর্থাৎ ১৮ নভেম্বর দিনটিকে গুরুত্ব দিতে চাইছে৷ একটি সাংবাদিক বৈঠকের

হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনে শুরু পার্শ্ব শিক্ষকদের ৭ দিনের ধর্না

কলকাতা: আজ থেকে ফের শুরু পার্শ্বশিক্ষকদের সাতদিনের আন্দোলন কর্মসূচি৷ পূর্বনির্ধারিতত কর্মসূচি অনুযায়ী বেতন বৈষম্য সহ একাধিক দাবিতে ১১ নভেম্বর (সোমবার) থেকে বিকাশভবন চত্বরে অবস্থানে বসলেন পার্শ্বশিক্ষকরা৷

আজ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিকাশভবনের সামনে চলবে এই কর্মসূচি৷  এদের মধ্যে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ এই কর্মসূচির শেষদিন অর্থাৎ ১৮ নভেম্বর দিনটিকে গুরুত্ব দিতে চাইছে৷ একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে এই আন্দোলকে জন আন্দোলনের রূপ দিতে চায় তারা৷ একইসঙ্গে সেই বৈঠকে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার পথও প্রশস্ত করতে চাইছে এই সংগঠন৷ ওইদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার লক্ষ্যও স্থির করেছে সংগঠনের তরফে৷ এবিষয়ে বাকি সংগঠনগুলিকেও আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম৷

এই প্রথমবার বিকাশভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ছাড়পত্র পেয়েছে পার্শ্বশিক্ষক সংগঠনগুলি৷ আদালতের শর্ত অনুযায়ী বিকাশভবনের ১০০মিটারের মধ্যে ক্যাম্প করে অবস্থান করতে পারবেন ৩০০ জন৷ ৩০০ মিটারের বাইরে অবস্থান করতে পারবেন বাকি সকলেই৷ শর্ত অনুসারে অবস্থান চলাকালীন পুলিশের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হবে৷ পুলিশের সঙ্গে সম্পূর্ন সহযোগিতা করতে হবে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =