নয়াদিল্লি: কাজ হারানোর আশঙ্কায় ভুগছে দেশের ছোট ছোট বিভিন্ন টেলিকম সংস্থার প্রায় এক লক্ষের বেশি কর্মচারী৷ সংস্থাগুলির অভিযোগ, বিএএনএল বকেয়া টাকা মেটাচ্ছে না৷ প্রায় কুড়ি হাজার কোটি টাকা বকেয়া রয়েছে৷
যদি সংস্থাগুলির আর্থিক বকেয়া না মেটানো হয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যে এক লাখেরও বেশি মানুষ কর্মচ্যুত হবে বলে বিভিন্ন ছোট ছোট টেলিকম সংস্থাগুলির আশঙ্কা৷
জানা গিয়েছে, বিএসএনএল দেশের বিভিন্ন প্রান্তের ছোট ছোট টেলিকম সংস্থার কাঁধে পরিষেবার দায়িত্ব তুলে দিয়েছিল৷ বিএসএনএলের চুক্তিমতো ছোট সংস্থাগুলিও তাদের সাধ্য অনুযায়ী কর্মী নিয়োগ করে৷ কিন্তু, সেই বিএসএনএলের টাকা বকেয়া থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন সংস্থাগুলি৷ ফলে, যা অবস্থা, তাতে দেশের প্রায় এক লক্ষ চাকরিজীবীর ভবিষ্যৎ অনিশ্চিত৷
টেলিকম সংস্থাগুলির দাবি, গত মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএনএলের জন্য ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷কিন্তু, তার পরও দেওয়া হচ্ছে না টাকা৷ কেন্দ্রের কাছে টাকা চেয়ে এখনও পর্যন্ত ১১ হাজার অভিযোগ জমা পড়েছে৷