প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে হঠাৎ ২০১৭-র টেটের রেজাল্টের লিঙ্ক, দানা বাঁধছে রহস্য

প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে হঠাৎ ২০১৭-র টেটের রেজাল্টের লিঙ্ক, দানা বাঁধছে রহস্য

fb49c1b710aaac3a95bb5a8739cb108a

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রহস্য উদঘাটনে যখন উঠেপড়ে লেগেছে ইডি-সিবিআই, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ২০১৭-র টেটের ফলাফল নিয়ে দেখা দিল এক রহস্য৷ রবিবার আচমকাই ২০১৭-র টেটের ফলাফল জানার জন্য উঁকি দিল একটা লিঙ্ক৷ আবার রাত কাটতেই ওয়েবসাইট থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল সেটি৷ তবে এ বিষয়ে কোনও রকম মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী বা রাজ্য শিক্ষা দফতর৷ এধিকে রহস্যময় লিঙ্ক নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন মধ্যে পর্ষদের সাইটে দেওয়া হয় একটি নোটিস। 

আরও পড়ুন- খাদ্য দফতরে এই পদে নিয়োগে স্থগিতাদেশ!

প্রথমসারির এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওই নোটিসে লেখা ছিল, ২০১৭ সালের টেটের ফলাফল সংক্রান্ত ‘কোনও নোটিস সাম্প্রতিক কালে দেওয়া হয়নি’। ফলে এই রহস্য রহস্যই থেকে গিয়েছে৷ পর্ষদের ওয়েবসাইটে কে বা কারা ওই লিঙ্ক আপলোড করল, তার উত্তর বুধবার রাত পর্যন্ত মেলেনি। 

২০১৭ সালে প্রকাশিত হয় টেট পরীক্ষার বিজ্ঞপ্তি৷ লিখিত পরীক্ষা হয় ২০২১ সালের জানুয়ারিতে মাসে। ফলাফলের বিজ্ঞপ্তি জারি হয় ২০২২-এর ১০ জানুয়ারি। পর্ষদ সচিবে সাক্ষর করা সেই বিজ্ঞপ্তিতে (নম্বর. ৩৯/বিপিই /২০২২) জানানো হয়েছিল, দুটি ওয়েবসাইটের মাধ্যমে ২০১৭-র টেটের ফলাফল জানা যাবে। দুটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছিল সেখানে (www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org)। সাধারণ ভাবে একটি সংস্থার একটি ওয়েবসাইট থাকলেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দু’টি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দু’টি ওয়েবসাইটেই ফলাফল দেখা যাবে বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু, সেই সময়সীমা পেরনোর ছ’মাস পর গত রবিবার হঠাৎ করে ২০১৭-র টেট পরীক্ষার ফল জানার লিঙ্ক  দেখা গেল ওই দুটি ওয়েবসাইটের মধ্যে একটিতে৷ কেন নতুন করে ফলাফল দেখার ওই ‘লিঙ্ক’টি দেখা গেল, তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। শুধু তাই নয়, কেন আচমকা সোমবার সকালে ওয়েবসাইট থেকে ওই ‘লিঙ্ক’টি গায়েব হয়ে গেল, তা নিয়েও রহস্য দানা বেঁধেছে৷