Aajbikel

সাব-এডিটর পদে খোঁজ চলছে...

 | 
জনপ্রিয় নিউজ পোর্টালে সাব-এডিটর পদে প্রচুর নিয়োগ
 

কলকাতা:  বাংলার প্রথম শ্রেণির নিউজ পোর্টাল আজ বিকেল ডট কমে সাব-এডিটর প্রয়োজন৷ নিচে উল্লেখ করা শর্তে মিলতে পারে কাজে সুযোগ...

সাব-এডিটর: ইংরেজি কিংবা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে৷ বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতেই হবে৷ দৈনিক সংবাদপত্রে অন্তত ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কমবেশি ফটোশপ সফটওয়্যার ব্যবহার জানা প্রয়োজন৷ সাব-এডিটর পদে প্রার্থীকে দৈনিক ২৫০ শব্দে ১৫টি প্রতিবেদন লিখতে হবে৷ ৮ থেকে ১২ হাজার টাকা মাসিক ভাতা মিলবে৷

ভিডিও এডিটর পদে খোঁজ চলছে...

প্রার্থীদের ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন৷ বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকতেই হবে৷ বাড়ি থেকে কাজ করতে হবে, অবশ্যই থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট৷ আবেদন পাঠান এই ইমেলে- aajbikel2014@gmail.com ৷ উক্ত পদে দক্ষতা না থাকলে অকারণে যোগাযোগ করবেন না৷

Around The Web

Trending News

You May like