কলকাতা: রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসা গ্রন্থাগারিকদের বেতন বাড়ানো ও তাদের মর্যাদা বৃদ্ধি এবং অবিলম্বে পুনরায় স্কুল চালুর দাবিতে রবিবার কলকাতার মাল্টি-পারপাস গভর্মেন্ট স্পনসর্ড স্কুলে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হল। এই সম্মেলনের মূল আলোচক ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিভাগের অধ্যাপক দুর্গাশঙ্কর রথ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, সভাপতি গৌতম মহান্তি, পত্রিকা সম্পাদক শম্ভু মান্না, কোষাধ্যক্ষ অরুন চ্যাটার্জী, সভাপতি আনন্দ বসু সহ অন্যান্যরা।
অফিস সম্পাদক পরিমল হাঁসদা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক গ্রন্থাগারিক রবিবারের সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে তাঁরা নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। লাইব্রেরিতে বই বাড়ানো আলাদা করে পরিকাঠামো উন্নয়ন, পে স্কেল বৃদ্ধি করা সহ নানান দাবি নিয়ে সোচ্চার হন তাঁরা। আগামী ১২ মে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর পাদদেশে পুনরায় স্কুল খোলা সহ একাধিক দাবি নিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এসটিইএ)-র সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জানান, দীর্ঘদিন ধরে স্কুল ও মাদ্রাসার গ্রন্থাগারিকরা নানান দিক থেকে বঞ্চিত রয়েছেন। তাদের সঠিকভাবে জব চার্ট না থাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এর প্রতিবাদে রবিবার রাজ্যের দেড়শতাধিক গ্রন্থাগারিক এই কনভেনশনে উপস্থিত হয়েছিলেন। আগামীদিনের সমস্যা সমাধানের দাবিতে শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী অন্যান্য আধিকারিকের কাছে দাবি পত্র পেশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।