কলকাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা রাজ্য সরকারের। গত ১৫ ফেব্রুয়ারি গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ৷
আরও পড়ুন- এসএসসি গ্রুপ ডি: CBI অনুসন্ধানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা করার আবেদন জানান বেশকিছু চাকরিরত গ্রুপ-সি কর্মী এবং রাজ্য সরকার। শুরুতেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শুভঙ্কর নাগ। আগামীকাল গ্রুপ সি মামলার শুনানি৷
এর আগে আদালত জানিয়েছিল, অভিযুক্ত ৩৫০ জনকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে৷ তাঁদের নিয়োগ আর বৈধ নয়৷ পাশাপাশি বলা হয়েছে, এতদিন এই ৩৫০ জন চাকরিজীবী সরকারের কাছ থেকে যে বেতন পেয়েছেন সেই বেতন তাঁদের অবিলম্বে ফেরত দেওয়ার বন্দোবস্ত করতে হবে৷ চাইলে এই ৩৫০ জন হাইকোর্টে হলফনামা দাখিল করতে পারেন৷ কিন্তু হলফনামা দাখিলের সঙ্গে সঙ্গে এও জানাতে হবে যে, তাঁরা কার কাছ থেকে নিয়োগপত্রের সুপারিশ পেয়েছিলেন৷ যা আদতে ভুয়ো বলে দাবি করে হয়েছে৷ এছাড়াও এতদিন পর্যন্ত তাঁরা কত টাকা বেতন পেয়েছেন, সেটাও আদালতকে জানাতে হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>