দিশা মিলবে? টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

দিশা মিলবে? টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

কলকাতা: নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার বৈঠকে বসতে চলেছেন। ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ বিকাশ ভবনে ওই বৈঠক হবে। এর আগে চাকরিপ্রার্থীদের সঙ্গে এক দফা বৈঠক করেছেন তিনি।

আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে রাতভর অবস্থানে ছিল টেট-উত্তীর্ণরা, সকালে সরাল পুলিশ

ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান।  কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে, টেট চাকরিপ্রার্থীদের কথাও অন্যদিন শোনার আশ্বাস দেওয়া হয়। সেই মতোই এবার টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা নয়া করায় তাঁর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন চাকরিপ্রার্থীরা।

এদিকে অবিলম্বে নিয়োগের দাবিতে জিএনএম নার্সিং-এর চাকরিপ্রার্থীরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের দাবি, ২০২১ সালে বিজ্ঞপ্তি বেরোনোর পর ২০২২ সালের মে মাসে ইন্টারভিউ হয়। কিন্তু নিয়োগ হয়নি। সেই পর্বে উত্তীর্ণ প্রায় আড়াই হাজার নার্স আজ চাকরি দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হন। ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এসএসসি এবং টেট চাকরিপ্রার্থীদের মতই জিএনএম চাকরি প্রার্থীরাও ময়দান চত্বরে চাকরির দাবিতে অবস্থান শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =