DA update: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

DA update: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

ভোপাল:  বর্তমানে সপ্তম পে কমিশনের অধীনে বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা৷ এবার সপ্তম পে কমিশনের আওতায় রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর৷ ছত্তিশগড়ের হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আনন্দ বার্তা নিয়ে এল  ভূপেশ বাঘেলের সরকার৷ ৫ শতাংষ মহার্ঘ ভাতা বা ডিএ  বৃদ্ধির কথা ঘোষণা করল তারা৷ 

আরও পড়ুন- ঐক্যমঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল তিলোত্তমায়, চাকরির দাবি আরও জোরাল

১ মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য এই সুখবর নিয়ে এল বাঘেলা সরকার৷ ৫ শতাংশ বৃদ্ধির পর, ছত্তিশগড় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে পৌঁছল ২২ শতাংশে৷ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। যা রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে একটি বড় সিদ্ধান্ত৷ তিনি টুইটে লেখেন, ‘‘আমি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করছি। বাঘেল  ১ মে থেকে নতুন হার প্রযোজ্য হবে’’।

উল্লেখ্য, গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DR) এর একটি অতিরিক্ত কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছিল৷ সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত ফর্মুলা অনুসারে এই বৃদ্ধি অনুমোদিত হয়েছে। ডিএ এবং ডিআর-এর জন্য রাজকোষ থেকে ফি বছর ব্যয় হবে ৯,৫৪৪.৫০ কোটি টাকা হবে।