কলকাতা: নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা ছিল। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই দাবি করা হয়েছে। সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে এবং দ্রুত নিয়োগ হবে বলেই আজকের বৈঠকের পর জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে রাতভর অবস্থানে ছিল টেট-উত্তীর্ণরা, সকালে সরাল পুলিশ
আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, নিয়োগ সংক্রান্ত কোনও অনিয়ম থাকলে তা দূর করে আইন মেনে শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে নিয়োগে অনিয়ম সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা নথিপত্র সহ তাঁর কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। এই বৈঠক নিয়ে আন্দোলনকারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না, এটা স্পষ্ট করা হয়েছে।
এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন সেই বৈঠকে ছিলেন ব্রাত্য বসু। পরে শিক্ষা মন্ত্রী হিসেবেও তিনি তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সেই সময়ে অভিষেক টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে, টেট চাকরিপ্রার্থীদের কথাও অন্যদিন শোনার আশ্বাস দেওয়া হয়। সেই মতোই এবার টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠকে বসলেন।