রাজ্য পুলিশে ৯৭২০ শূন্যপদে নিয়োগ! জারি বিজ্ঞপ্তি

রাজ্য পুলিশে ৯৭২০ শূন্যপদে নিয়োগ! জারি বিজ্ঞপ্তি

কলকাতা:  পশ্চিমবঙ্গ পুলিশে নতুন কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর(পুরুষ সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মড ফোর্স)-এ মোট ৯৭২০ পদে নিয়োগের কথা জানানো হল এই বিজ্ঞপ্তিতে।

এই ৯৭২০ টি শূন্যপদের মধ্যে ৭৪৪০ জন কনস্টেবল, ১১৯২ জন মহিলা কনস্টেবল, ৭৫৩ জন সাব-ইন্সপেক্টর, ১৫০ জন মহিলা সাব-ইন্সপেক্টর এবং ১৮৫ জন পুরুষ সশস্ত্র সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে, এমনটাই জানানো হয়রছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফে।

এবার দেখে নেওয়া যাক এই নিয়োগ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য:-

(১) এই সবকটি শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০২১ -এর মধ্যে ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর বয়সের ছাড় পাবেন।

(২) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।

(৩) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রির অধিকারী হতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।

(৪) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ১৯৩ টাকা (‘সহজ তথ্যমিত্র কেন্দ্র’ থেকে জমা দিলে); ২০৬ টাকা (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিলে) লাগবে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা ‘প্রসেসিং ফি’ বাবদ জমা দিতে হবে জিএসটি সহ।

(৫) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ২৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ২৯৩ টাকা (‘সহজ তথ্যমিত্র কেন্দ্র’ থেকে জমা দিলে); ৩০৬ টাকা (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিলে) লাগবে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা ‘প্রসেসিং ফি’ বাবদ জমা দিতে হবে জিএসটি সহ।

(৬) এই সমস্ত পদগুলিতে আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।

(৭) আবেদন অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eighteen =