১৭টি রাষ্ট্রায়াত্ত ব্যাংকে ৪,৩৩৬ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: সারা ভারতে ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪ হাজার ৩৩৬ জন ছেলেমেয়েকে আইবিপিএসের নবম পর্যায়ে রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে৷ দরখাস্ত গ্রহণ চলছে৷ অনলাইনে হবে পরীক্ষা৷ পরীক্ষা নেওয়া থেকে প্রার্থী বাছাই করা পর্যন্ত যাবতীয় পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটি৷ আইবিপিএস পরীক্ষায় সফল হলে নিয়োগ করা হবে। শিক্ষাগত

১৭টি রাষ্ট্রায়াত্ত ব্যাংকে ৪,৩৩৬ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: সারা ভারতে ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪ হাজার ৩৩৬ জন ছেলেমেয়েকে আইবিপিএসের নবম পর্যায়ে রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে৷ দরখাস্ত গ্রহণ চলছে৷ অনলাইনে হবে পরীক্ষা৷  পরীক্ষা নেওয়া থেকে প্রার্থী বাছাই করা পর্যন্ত যাবতীয় পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটি৷ আইবিপিএস পরীক্ষায় সফল হলে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷ ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে৷ জন্ম তারিখ হতে হবে ২ আগস্ট ১৯৮৯ নয় থেকে ১ আগস্ট ১৯৯৯ এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর পর্যন্ত ছাড় পাবেন৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ১১, ১২, ১৩, ১৪ অক্টোবর ২০১৯ এর মধ্যে৷ অবজেক্টিভ অবজেক্টিভ টাইপে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরে ১০০ প্রশ্নের এক ঘণ্টায় পরীক্ষা নেওয়া হবে৷

পরীক্ষা কেন্দ্র: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্র করা হবে৷

আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে। www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে ৭ আগস্ট থেকে ২৮ আগস্টের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে৷ আবেদন করার আগে প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে৷ প্রার্থীর পাসপোর্ট মাপেন ছবি ও সাদা কাগজে কালি পেন দিয়ে স্বাক্ষর করে আপলোড করতে হবে দরখাস্তের সঙ্গে৷ আবেদনের জন্য ৬০০ টাকা ফি দিতে হবে৷ তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা দিলেই চলবে৷ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে৷ আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করলেই ই-রিসিটে রেজিস্টার নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে৷ যার প্রতিটি প্রিন্টারে নিয়ে রাখবেন৷ প্রিলিমিনারি পরীক্ষা কল লেটার ডাউনলোড করতে হবে অক্টোবর মাসের মধ্যে৷ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করিয়ে নিজের কাছে রেখে দেবেন৷ পরে তা প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য অবশ্যই উপরে দেওয়া ওয়েবসাইটে নজর রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =