নয়াদিল্লি: শিক্ষিত বেকারের সংখ্যায় নজির সৃষ্টি করল ভারত৷ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্বেক সংখ্যা৷ বর্তমানে সেই বেকারত্ব উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পয়েছে বলে চাঞ্চল্য রিপোর্ট প্রকাশ করেছে সেন্টার ফর মনিটারিং ইণ্ডিয়ান ইকোনমি বা সিএমআইআই৷
প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে মোট বেকারদের মধ্যে প্রায় সকলেই স্নাতক৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কার্যকালের প্রথম দফায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থান করে দেবেন৷ কিন্তু তিনি তাঁর সেই প্রতিশ্রুতি রক্ষায় সব্দিক থেকেই ব্যর্থ হয়েছেন৷
সমীক্ষা বলছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা৷ সিএমআইআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের শেষ চার মাসে বৃদ্ধি পেয়ে ৭.৫% হয়েছে৷ বিগত বছর গুলির মধ্যে ২০১৮ সালে কেন্দ্রের জাতীয় পরিসংখ্যান দফতর প্রকাশিত বেকারত্বের হার ছিল ৬.২%৷ যা ছিল স্বাধীনতার পরবর্তীতে সেই সময় অবধি সর্বাধিক সংখ্যক৷
পর্যবেক্ষক মহলের মতে, নরেন্দ্র মোদি পরিচালিত বিজেপি সরকার নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থই নয়, তারা দেশের সাধারণ মানুষের মনযোগ বেপথে চালনার জন্য ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে৷
কেন্দ্রীয় সংস্থার এই রিপোর্ট প্রকাশের পর বিরোধী দলের মধ্যে বাম দলগুলিও কেন্দ্রের মোদি সরকারের প্রতি বেজায় ক্ষুদ্ধ৷ তাদের মতে, প্রধানমন্ত্রী উচিত এখন কোনও নতুন পরিকল্পনা গ্রহণ না করে দেশের মানুষকে দেওয়া পুরানো প্রতিশ্রুতিগুলি একে একে সুষ্ঠ ভাবে পূরণ করা৷