ভোটের মুখে ৬০০ কিমি দূরে প্রাথমিক শিক্ষককে বদলি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

কলকাতা: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন৷ আর তার জেরেই প্রাথমিক শিক্ষককে ৬০০ কিলোমিটার দূরে বদলি শিক্ষা দপ্তরের! অভিযোগ, কোচবিহারের ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্কুলের শিক্ষক রণধীর দাসকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের ভরতপুরে বদলি করা হয়েছে৷ একধাক্কায় ৬০০ কিলোমিটারে বদলির নির্দেশ পেয়ে চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষক৷ হতাশ শিক্ষককের পরিবার৷ গোটা ঘটনার পেছনে চক্রান্ত দেখছেন শিক্ষক পরিবার৷ কিন্তু, ভোটের মুখে ৬০০

ভোটের মুখে ৬০০ কিমি দূরে প্রাথমিক শিক্ষককে বদলি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

কলকাতা: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন৷ আর তার জেরেই প্রাথমিক শিক্ষককে ৬০০ কিলোমিটার দূরে বদলি শিক্ষা দপ্তরের! অভিযোগ, কোচবিহারের ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্কুলের শিক্ষক রণধীর দাসকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের ভরতপুরে বদলি করা হয়েছে৷

একধাক্কায় ৬০০ কিলোমিটারে বদলির নির্দেশ পেয়ে চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষক৷ হতাশ শিক্ষককের পরিবার৷ গোটা ঘটনার পেছনে চক্রান্ত দেখছেন শিক্ষক পরিবার৷ কিন্তু, ভোটের মুখে ৬০০ কিলোমিটার দূরে কেন বদলি করা হল প্রাথমিক শিক্ষককে? এ নিয়ে কুলুপ এঁটেছেন স্কুলশিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা।

বদলি হওয়া শিক্ষকের দাবি, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন। রাজ্যের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের সর্বভারতীয় প্রাথমিক শিক্ষকের বেতন কাঠামোয় আনতে আন্দোলন করছিলেন তাঁরা। সে কারণেই তাঁকে বদলি করা হয়েছে৷ তাঁর কথায়, ‘‘শুধু আমি একা নই। মাথাভাঙার ধীমান চৌধুরী ও তুফানগঞ্জের বিপ্লব চট্টোপাধ্যায়কেও বদলির চিঠি দেওয়া হয়েছে৷ তাঁদের অবশ্য উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে বদলি করা হয়েছে৷ দূরত্বের মাপকাঠিতে তা ৩০০ কিলোমিটারের কাছাকাছি৷’’ পূর্ব বর্ধমানের গলসির প্রাথমিক শিক্ষক হিরন্ময় মণ্ডলকে বদলি করা হয়েছে ৩৫০ কিলোমিটারের দূরে৷ গণহারে দূরে বদলির বিজ্ঞপ্তি ঘিরে চরম বিপাকে পড়েছেন বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − twelve =