বন্ধের মুখে রাজ্যের ৬৯টি সংস্থা! নয়া ইঙ্গিত বেতন কমিশনে

কলকাতা: বাজেটে প্রস্তাবিত ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল৷ রাজ্যসভার জিরো আওয়ারে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ ইস্যুতে আলোচনা চেয়ে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে আবেদন করেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়রা৷ কেন্দ্রে যখন বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সরকারের অধিগৃহীত ৬৯টি সংস্থাকে গুটিয়ে আনার প্রস্তাব রাজ্য বেতন কমিশনের! সূত্রের খবর, রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থাকে গুটিয়ে

বন্ধের মুখে রাজ্যের ৬৯টি সংস্থা! নয়া ইঙ্গিত বেতন কমিশনে

কলকাতা: বাজেটে প্রস্তাবিত ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল৷ রাজ্যসভার জিরো আওয়ারে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ ইস্যুতে আলোচনা চেয়ে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে আবেদন করেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়রা৷ কেন্দ্রে যখন বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সরকারের অধিগৃহীত ৬৯টি সংস্থাকে গুটিয়ে আনার প্রস্তাব রাজ্য বেতন কমিশনের!

সূত্রের খবর, রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থাকে গুটিয়ে দেওয়ার সুপারিশ করতে পারে বেতন কমিশন! শেষ পর্যন্ত কমিশনের মনোভাবে কোন পরিবর্তন না হলে অধিগৃহীত সংস্থার এক বছর পর্যন্ত আর্থিক দায় নেওয়ার সুপারিশ জমা পড়তে পারে নবান্নে৷ তারপর কি হবে৷ নীরবে থাকছে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন৷ ওয়াকিবহাল মহলের মতে, আর্থিক দায়িত্ব এক বছর এক বছরের মেয়াদ বেঁধে দেওয়ার অর্থ আসলে ৬৯টি সংস্থাকে বন্ধ করে দেওয়ার দিকে ঠেলে দেওয়া! ষষ্ঠ বেতন কমিশন সরকারি অধিগৃহীত সংস্থার জন্য বেতন কাঠামো কার্যকার করতে চলেছে৷ ১ বছর পর্যন্ত সরকারকে বেতন সহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা দেয়ার সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর৷

এক বছরের জন্য বেতন কাঠামো নির্দিষ্ট করা হলে পরবর্তী সময়ে কি হবে? সেই প্রশ্নে রাজ্য সরকারের রাজ্য সরকার অধিগৃহীত সংস্থাগুলির ক্ষেত্রে সরকারের ওপর ছেড়ে দিয়েছে পারে বেতন কমিশন৷ বেতন কমিশন গঠনের নির্দেশিকা জারি করে অর্থ দফতর৷ বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম পর্বে সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে৷ প্রথম পর্বে ৪৫টি দপ্তরের মধ্যে স্কুল শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন শিক্ষা কাউন্সিল, কর্পোরেশন পঞ্চায়েত ও পুরসভা কর্মীদের বেতন কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে৷ দ্বিতীয় পর্বে ৬৯টি সরকারি সরকার অধিকৃত সংস্থার বেতন পরিকাঠামোর কথা নির্দেশিকায় বলা হয়েছে৷ এই ৬৯ টি সংস্থার ভবিষ্যতকেই কার্যত অনিশ্চিত করার সুপারিশ করতে চলেছে বেতন কমিশন!

নিজেকে বাঁচিয়ে বাকি দায়ী এখন সরকারের৷ কিন্তু সরকারের ভূমিকা কী? গত ২০১৭ সালেই স্পষ্ট করে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ অধিকৃত সংস্থাগুলিকে গুটিয়ে ফেলার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, রাজ্যের ৯০টির মধ্যে ৪৪টি সংস্থা থাকবে৷ বাকি ৪৬ টি সরকারি সংস্থা হবে৷ সরকার অধিকৃত সংস্থাগুলিকে গুটিয়ে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনিক সংস্কার নীতি ২০১৭ সালে পাকাপাকিভাবে নির্দেশিকা জারি হয়৷ (১০৯৩-(এফ)ওয়াই-২১.০২.২১৭)৷ নবান্নে এই প্রশাসনিক সংস্কার এই হাতিয়ার করে সরকারের গৃহীত সংস্থার জন্য আর্থিক সুপারিশ করতে বলেছে বেতন কমিশন৷ শেষ পর্যন্ত কোন পরিবর্তন না হলে এক বছরের জন্য বেতন সুপারিশ অধিকৃত সংস্থার জন্য করতে চলেছে অভিরূপ সরকারের কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *