৪,১৮২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ONGC, সত্ত্বর আবেদন করুন

৪,১৮২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ONGC, সত্ত্বর আবেদন করুন

নয়াদিল্লি:  একাধিক পদে প্রচুর প্রার্থী নিয়োগ করতে চলেছে ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)৷ এই মর্মে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন৷ ওএনজিসি-র অফিসিয়াল ওয়েবসাইটটি হল ongcindia.com ৷ আবেদন জানানোর শেষ তারিখ ১৭ অগাস্ট, ২০২০৷ ওই দিন সন্ধ্যা ৬ টার মধ্যে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে৷ অ্যাপ্রেনটিস পোস্টের জন্য মোট ৪,১৮২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ওএনজিসি৷   

আরও পড়ুন- ১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

২৯ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া৷ ২৪ অগাস্ট,২০২০ নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশিত হবে৷ ইচ্ছুক প্রার্থীরা সত্ত্বর আবেদন করে ফেলুন৷
 

শূন্যপদের বিস্তারিত বিবরণ :
* নর্দান সেক্টরে শূন্যপদের সংখ্যা ২২৮
* মুম্বই সেক্টরে শূন্যপদের সংখ্যা ৭৬৪
*ওয়েস্টার্ন সেক্টরে শূন্যপদের সংখ্যা ১,৫৭৯
*ইস্টার্ন সেক্টরে শূন্যপদের সংখ্যা ৭১৬
* সর্দান সেক্টরে শূন্যপদের সংখ্যা ৬৭৪
* সেন্ট্রাল সেক্টরে শূন্যপদের সংখ্যা ২২১

আরও পড়ুন- UGC-র সুপ্রিম মামলায় আরও অনিশ্চিত চূড়ান্ত বর্ষের ফলপ্রকাশ​​​

এই পদের যোগ্যতা :  শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে৷ তফশিলি জাতি/উপজাতি প্রার্থীদের জন্য ৫ বছর বয়সের ছাড় রয়েছে৷ ওবিসি প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়৷ প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ প্রতিবন্ধী তফশিলি জাতি/উপজাতি প্রার্থীরা ১৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ১৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ 

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

ট্রেড অ্যাপ্রেনটিস এবং টেকনিসিয়ান অ্যাপ্রেনটিস পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ রয়েছে ওএনজিসি’র ওয়েবসাইটের অফিসিয়াল নোটিসের মধ্যে৷ প্রাপ্ত নম্বর এবং মেধার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে৷ কোনও কারণে একাধিক প্রার্থী একই নম্বর পেলে, যাঁর বয়স বেশি সেই প্রার্থীকেই অগ্রাধিকার দেওয়া হবে৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =