সুখবর, ৯১ হাজার শূন্যপদে নিয়োগ করবে ৪টি শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা

সুখবর, ৯১ হাজার শূন্যপদে নিয়োগ করবে ৪টি শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা

কলকাতা: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। এক বছরেরও বেশি সময় ধরে যে অতিমারীর অন্ধকার গ্রাস করে রেখেছিল জনজীবনকে, ভ্যাকসিনের আশ্বাসে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। বেকারত্বে জর্জরিত অর্থনীতি ফের সচল করতে উঠে পড়ে লেগেছে সরকার। এরই মাঝে দেশের চাকরীপ্রার্থীদের জন্য এল ফের সুখবর।

বিভিন্ন পদে প্রায় ৯১ হাজার নতুন চাকরীপ্রার্থীকে নিয়োগ করবে দেশের ৪টি বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা, এদিন এমনটাই জানা গেছে বিশেষ সূত্রের খবরে। জানা গেছে, শীর্ষ সংস্থাগুলির এই তালিকায় রয়েছে টিসিএস, ইনফোসিস, এইচসিএল এবং উইপ্রো। আগামী অর্থবর্ষের মধ্যেই নতুন কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ফ্রেশারদের নিয়োগের খবর জানিয়েছিলেন টিসিএসের আধিকারিক মিলিন্দ লাকাড়। তিনি বলেছিলেন, চলতি অর্থবছরে তাঁদের সংস্থা ৪০ হাজার কর্মী নিয়োগ করেছে। আগামী অর্থবছরেও একই সংখ্যক চাকরিপ্রার্থীকে নিয়োগ করার ভাবনা চিন্তা করেছে টিসিএস। ২৪ হাজার প্রতিভাবান কলেজ গ্র্যাজুয়েটকে আকর্ষণীয় বেতনের চাকরি দিতে চলেছে ইনফোসিসও।

আগামী দিনে চলতি অর্থবছরের থেকে বেশি নিয়োগ করতে চলেছে এইচসিএল টেকনোলজিসও। এইচসিএল আধিকারিক আপ্পারাও ভিভির কথায়, “লক্ষ্যমাত্রার থেকে ৩৩% বেশি কর্মী এবার নিয়োগ করা হবে।” দেশের প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কর্মী নিয়োগে পিছিয়ে নেই উইপ্রোও। তাঁরা আগামী অর্থবছরে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে। সংস্থার অাধিকারিকের অনুমান অনুযায়ী, করোনা পরবর্তী সময়ে আগামী দিনে কর্মী নিয়োগকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে ব্যাপক প্রতিযোগিতা দেখা যাবে। উল্লেখ্য, চলতি অর্থবছরেও ১২ হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল উইপ্রোর তরফে।

জানা গেছে, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি মূলত পরিকাঠামো নির্মাণের জন্যই নিয়োগ করছে ফ্রেশার কর্মীদের। সম্প্রতি বিদেশি কোম্পানি গুলির সঙ্গে বড়সড় চুক্তি স্বাক্ষর করছে দেশীয় সংস্থাগুলি। ফলে নবনিযুক্ত কর্মীরা এখন তাঁদের অন্যতম ভরসার জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *