এবার সরকারি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে চলেছে যোগী সরকার। রাজ্যসরকারের বিরুদ্ধে ধর্মঘটে নামতে চলেছে প্রায় ৪০ লক্ষ কর্মচারী। দাবি পেনশন রেস্টোরেশন ফোরামের আয়োজক হরিকিশোর তিওয়ারির। ৬ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনও। রাজ্য সরকারের পুরনো পেনশন নীতির প্রতিবাদেই রাস্তায় নামতে চলেছেন সরকারি কর্মীরা। হরিকিশোর তিওয়ারি দাবি, গত দু’মাস ধরে তাঁদের ভুল বুঝিয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মীরা। সরকারি কর্মীদের দাবি পুরনো পেনশন নীতির সংস্কার করতে হবে। এর আগে পেনশনের স্কীনের সংস্কারের দাবিতে বেলাগাম শহরে রাস্তায় নেমছিলেন কর্ণাটকের সরকারি কর্মচারীরাও। সেটা ছিল ডিসেম্বরের ১২ তারিখ। তার কিছুদিন পরেই দু’বার ব্যাঙ্ক কর্মচারীরাও বেতন বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের সংযুক্তিকরণ নীতির প্রতিবাদে ধর্মঘট ডাকেন। প্রায় ১০ লক্ষ কর্মচারী সেই ধর্মঘটে যোগ দিয়েছিল।
বঞ্চনার প্রতিবাদে ধর্মঘটে নামছেন ৪০ লক্ষ সরকারি কর্মী
এবার সরকারি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে চলেছে যোগী সরকার। রাজ্যসরকারের বিরুদ্ধে ধর্মঘটে নামতে চলেছে প্রায় ৪০ লক্ষ কর্মচারী। দাবি পেনশন রেস্টোরেশন ফোরামের আয়োজক হরিকিশোর তিওয়ারির। ৬ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনও। রাজ্য সরকারের পুরনো পেনশন নীতির প্রতিবাদেই রাস্তায় নামতে চলেছেন সরকারি কর্মীরা। হরিকিশোর তিওয়ারি দাবি, গত দু’মাস