নয়াদিল্লি: একাধিক পদে প্রচুর প্রার্থী নিয়োগ করতে চলেছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড (এনিম্যাল হাসবেন্ডারি কর্পোরেশন অফ ইন্ডিয়া)৷ বিক্রয় সহকারী (Sales Assistant), বিক্রয় উন্নয়ন কর্মকর্তা (Sales Development Officer) এবং বিক্রয় সহকারী (Sales Assistant) পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা সত্ত্বর আবেদন করুন৷ আবেদন করার শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২০৷
শূন্যপদের বিস্তারিত বিবরণ-
মোট ৩,৩৪৮ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড (বিপিএনএল)৷ এর মধ্যে-
* সেলস অ্যাসিস্ট্যান্ট- মোট শূন্যপদ ২,৭০০৷
* সেলস ডেভলপমেন্ট অফিসার- মোট শূন্যপদ ৫৪০৷
* সেলস ম্যানেজার- শূন্যপদ ১০৮৷
বিপিএনএল রিক্রুটমেন্ট ২০২০, শিক্ষাগত যোগ্যতা-
* সেলস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে৷
* সেলস ডেভলপমেন্ট অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে৷
* সেলস ম্যানেজার পদের জন্য আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা স্নাতক৷ স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে৷
আবেদনের বয়স-
* সেলস ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে৷
* সেলস ডেভলপমেন্ট অফিসার এবং সেলস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন ২১ থেকে ৪০ বছরের প্রার্থীরা৷
বেতন-
* সেলস অ্যাসিস্ট্যান্ট পদের বেতন- ১৫ হাজার টাকা৷
* সেলস ডেভলপমেন্ট অফিসার পদের বেতন- ১৮ হাজার টাকা৷
* সেলস ম্যানেজার পদের বেতন- ২১ হাজার টাকা৷
দুটি ধাপে নিয়োগ পরীক্ষা হবে৷ লিখিত এবং ইন্টারভিউ৷ দুটি পরীক্ষার মিলিত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে৷
আরও পড়ুন- ৩৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের পথে নবান্ন, আসতে পারে বিজ্ঞপ্তি
আরও পড়ুন- ১ বছরের মধ্যেই হবে সমস্ত নিয়োগ, রাজ্য সরকারি নিয়োগে বড় আশ্বাস!