৮ বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ কেন্দ্রের

৮ বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমা বল, নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে কনস্টেবল, জেনারেল ডিইটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

এই বিরাট নিয়োগ পর্বের মধ্যে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর পদে প্রায় ২০০০ শূন্যপদে নিয়োগের কাজ শুরু হয়েছে৷ এছাড়াও টেকনিক্যাল পদে প্রায় ৩০০ জনকে নিয়োগ করা হবে৷ সব থেকে বেশি শূন্য পদ রয়েছে কেন্দ্রের ৪ বাহিনীতে৷

২০২০-২০২১ আর্থিক বছরের মধ্যে এই বিরাট সংখ্যাক নিয়োগের কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে৷ গত বছর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আধা সামরিক বাহিনীতে প্রায় ৭৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে৷ কিন্তু শেষমেশ ওই শূন্যপদে নিয়োগের কাজ শুরু হয়নি৷ এবার আর্থিক বছরের মধ্যে ওই ৪ বাহিনীতে বড় মাপের নিয়োগের কাজ শুরু হচ্ছে৷

অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ শারীরিক মাপজোক হতে হবে, ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৭০ সেন্টিমিটার৷ তফশিলিদের ক্ষেত্রে ১৬২ সেন্টিমিটার৷ বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেন্টিমিটার ও ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার পর্যন্ত রাখা হয়েছে৷ মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার৷ তফশিলি মহিলাদের ১৫০ সেন্টিমিটার৷ দৃষ্টিশক্তি থাকতে হবে তো ভালো৷

মূল বেতন হতে পারে সাড়ে ২১ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকা৷ প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে৷ শারীরিক মাপজোকের প্রথম পর্যায়ে ছেলেদের ক্ষেত্রে ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড় ও মেয়েদের ক্ষেত্রে সাড়ে আট মিনিটের কিলোমিটার দৌড়তে হবে৷ তারপর হবে ডাক্তারি পরীক্ষা৷ চূড়ান্ত তালিকা তৈরি সময় লিখিত পরীক্ষা নম্বর দেখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =