মেলেনি ১৯ মাসের বেতন, নবান্নে গিয়ে গ্রেপ্তার ৩২ শিক্ষক

হওড়া: নিজেদের দাবি-দাওয়া আদায়ে করতে গিয়ে ফের ‘পুলিশি জুলুমে’র মুখোমুখি হলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ আজ দুপুরে হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযান কর্মসূচি ছিল তাঁদের৷ আর সেই অভিযান রুখে কম্পিউটার শিক্ষকদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়৷ কম্পিউটার শিক্ষকদের দাবি, অবিলম্বে তাঁদের ১৯ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ সঠিক সময়ে বেতন

মেলেনি ১৯ মাসের বেতন, নবান্নে গিয়ে গ্রেপ্তার ৩২ শিক্ষক

হওড়া: নিজেদের দাবি-দাওয়া আদায়ে করতে গিয়ে ফের ‘পুলিশি জুলুমে’র মুখোমুখি হলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ আজ দুপুরে হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযান কর্মসূচি ছিল তাঁদের৷ আর সেই অভিযান রুখে কম্পিউটার শিক্ষকদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়৷

কম্পিউটার শিক্ষকদের দাবি, অবিলম্বে তাঁদের ১৯ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ সঠিক সময়ে বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে কম্পিউটার শিক্ষকদের তরফে৷ কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দিতে হবে৷ অন্তত ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করার সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার দাবিও তুলেছেন আজ হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযানের ডাক দেন ন্যাশনাল স্কিল ইন্ডিয়া ন্যাশনাল স্কুল অরগানাইজেশন সেন্ট্রাল প্রাইভেট লিমিটেড নিয়োজিত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ নবান্ন অভিযানের বিষয়ে আগাম অনুমতি নেওয়া হলেও আজ ফের তাঁদের রাজপথে আটকে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ তবে জলকামান কিংবা কাঁদানি গ্যাস ছোড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি না হলেও পুলিশ বলপূর্বক আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ৷

আন্দোলনকারীদের অভিযোগ, ন্যাশনাল স্কিল ইন্ডিয়া প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়োগ করা হয়েছি৷ নিয়োগের আগে তিন মাসের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷ প্রশিক্ষণের জন্য ৩৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল৷ চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর স্কুলে নিয়োগ করা হয় বিভিন্ন স্কুলে৷ কিন্তু প্রশিক্ষণ করানোর পর বহু চাকরিপ্রার্থীকে আজও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ৷ প্রশিক্ষণ করানোর পর ৩৫ হাজার টাকা করে নেওয়া হলেও তাঁদের নিয়োগ না হওয়ায় জারি হয়েছে জটিলতা৷

অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৬০০ জন চাকরিপ্রার্থীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন স্কুলে নিয়োগ করা হয়৷ ৮০০ জনের মত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীকে কোনও স্কুলে নিযুক্ত করা হয়নি৷ কিন্তু স্কুলে নিয়োগ হওয়ার পর প্রথম কয়েক মাস ঠিকঠাক বেতন নিলেও পরে তা আরও দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ তুলেছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বিনা পারিশ্রমিকে টানা ১৯ মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা৷ এর জন্য কেন্দ্র সরকার দায়ী বলেও অভিযোগ তাঁদের৷

মূলত ১৯ মাসের বকেয়া বেতনের দাবি ও স্থায়ীকরণের দাবিতে আজ মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি সফরে থাকলেও আজ নবান্ন অভিযান বানচাল করে দেয় পুলিশ৷ ডেপুটেশন কর্মসূচি থাকলেও চাকরিপ্রার্থীদের রাজপথেই আটকে দেওয়া হয়৷ শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা৷

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলামের বলেন, ‘‘বর্তমান সময়কালে পেশাগত দাবিতে ও বঞ্চনার প্রতিবাদে যাঁরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন, তাঁদের জলকামান, লাঠিচার্জ, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে৷ আসলে শাসকদল ভয় পাচ্ছে৷ শিক্ষক আন্দোলনকে ওঁদের ভয়৷ আমাদের আরও শক্তিশালী আন্দোলনের জেদ আরও বাড়িয়ে তুলছে৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই ঘটনার তীব্র নিন্দা করছে৷ প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা করা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + six =