কলকাতা: রাজ্যের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে ফের সরব পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ রাজ্য শিক্ষা দপ্তরে৯১৩ কোটি টাকার ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ পার্শ্ব শিক্ষকদের৷ আর এই অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর থেকে শ্বেতপত্রে চাইলেন বিক্ষোভরত শিক্ষকরা৷ একইসঙ্গে মৃত পার্শ্ব শিক্ষিকার স্মরণসভায় শিক্ষামন্ত্রীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষক সংগঠনের তরফ৷
অনশন মঞ্চে অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, ‘‘দুঃখজনক ঘটনা৷ শিক্ষিকা রেবতী রাউত পাঁচ দিন আমাদের সাথে ছিলেন আন্দোলনে ছিলেন৷ বিশেষ কিছু দায়িত্বও তিনি পালন করেছেন৷ আমরা এই অবস্থান চালাতে গিয়ে বসার, থাকার ব্যবস্থা করতে পারিনি৷ আবহাওয়ার প্রতিকূলতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ অসুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরছিলেন৷ বাড়ি গিয়ে পরবর্তীকালে হসপিটালে ভর্তি হন৷ পরে তাঁর মৃত্যু হয়৷ আমরা এই ঘটনায় মর্মাহত৷ সেই কারণে আজ আমরা শোক দিবস হিসেবে পালন করছি সারাদিন৷ সন্ধ্যায় বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবং অন্যান্য সাধারণ মানুষকে নিয়ে আমরা এখানে একটা স্মরণ সভা আয়োজন করেছি৷ আমি আশা করব, শিক্ষা মন্ত্রী নিজে, যেহেতু তাঁর দপ্তরের কর্মীর মৃত্যু হয়েছে, বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন শিক্ষকরা, ফলে শিক্ষক মৃত্যুর স্মরণসভায় তাঁকেও অংশ নিতে আহ্বান জানাচ্ছি৷’’
শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে তাঁর আরও দাবি, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা৷ শিক্ষকদের ঠিকানা আজ ফুটপাত৷ আর শিক্ষামন্ত্রী উল্টো পাল্টা বিবৃতি দিচ্ছেন৷ বলছেন, বেতন বাড়ানো হয়েছে৷ ঢাল ঢোল পিটিয়ে একই কথা বলা হচ্ছে৷ এমন ভাবে বলা হচ্ছে, প্রতিদিন আমাদের বেতন বাড়ছে৷ কিন্তু, তাই যদি হত, তাহলে আজ ৮ দিনের অনশন ও ১২ দিন ধরে ধর্না দিতে হত না৷ শিক্ষামন্ত্রী এখানে না এসে দপ্তরে বসে বলছেন, মাইনে বাড়ানো হয়েছে৷ কেন্দ্র থেকে টাকা নিয়ে আসুক৷ কেন্দ্র থেকে টাকা নিয়ে আসা কি আমাদের কাজ?’’
শিক্ষা দপ্তরের ‘দুর্নীতি’ প্রসঙ্গে ভগীরথ ঘোষের মন্তব্য, ‘‘অনাহারে রয়েছেন শিক্ষকরা৷ তাঁর পাশেই চলছে বিশাল খাদ্য মেলা উৎসব৷ এই উৎসব হচ্ছে আমাদের টাকায়৷ আমাদের এই মুহূর্তে ২৫ থেকে ৩৩ হাজার টাকা বেতন হওয়ার কথা ছিল৷ কত টাকা দেওয়া হয় আমাদের? শিক্ষামন্ত্রী নিজে একবার বলুক৷ শিক্ষামন্ত্রী বুক ফুলিয়ে বলুক তিনি শিক্ষকদের ৮ থেকে ১১ হাজার বেতন দেন৷ ওনার যদি দম থাকে এই কথাটা একবার বলুক, মাইনে বাড়ানো হয়েছে মাইনে বাড়ানো হয়েছে এই কথা আর শুনতে ভালো লাগছে না৷ আমরা সাফ বলছি, শিক্ষামন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন৷ কারণ, শিক্ষা দপ্তরে ৯১৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ আমরা তথ্যপ্রমাণ দিয়ে দেখিয়ে দেব, শিক্ষামন্ত্রীর কোন পকেটে কত টাকা আছে৷’’